গরমে হাঁসফাঁস করছে বাংলার মানুষ, কবে পাবে উদ্ধার আর কবেই বা আসবে ঝড়, আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ অন্তিম পর্বের নির্বাচনে বাংলার আকাশে আজও বৃষ্টির দেখা নেই, শুধু রয়েছে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছিল, আগামী মাসের শুরুতেই নামবে বৃষ্টি, ভিজবে বঙ্গবাসী। তাই মে মাস আসার অপেক্ষায় চাতকের ন্যায় চেয়ে রয়েছে বাংলার মানুষ।

বাংলার উত্তর থেকে দক্ষিণ- বর্তমান সময়ে কোন প্রান্তেই সেভাবে বৃষ্টির কোন পূর্বাভাস দিতে পারেনি হাওয়া দফতর। তবে শুধু এইটুকুই জানিয়েছে, মে মাসের প্রথম দিকে বৃষ্টিতে ভিজবে বাংলার মানুষ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে।

summer120160512180457 1

এদিকে তাপমাত্রার পারদ ক্রমশ বেড়েই চলেছে। সারাদিন গরমে হাঁসফাঁস বাঙালীর প্রাণ ওষ্ঠাগত। চায় শুধু একটু বৃষ্টির ছোঁয়া। চলতি মাসের শেষের এই দুদিন বৃষ্টির বদলে উল্টে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সঙ্গে কিছুটা ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে।

আজকের আবহাওয়া
বৃহস্পতিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

summer hot

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন না হলেও, গরম কমার কোন সম্ভাবনা নেই। সকালের দিকে কিছুটা হালকা রোদ বিরাজ করলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়া রোদের ঝিলিক দেখা দেবে। তবে আগামী ২৪ ঘণ্টায় কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, এবং কোচবিহার এবং তা পরবর্তী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর