পর পর ৬ বার ভূমিকম্পে কাঁপলো আসাম, ভেঙে চুরমার অসংখ্য ঘর বাড়ি

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার সকালের পর আবারও রাতে কেঁপে উঠল অসম (assam)। গভীর রাতে ছয়বার ভূমিকম্পে (earthquake) আতঙ্কিত অসমবাসী। প্রথমে বুধবার সকাল ৭ টা বেজে ৫৩ মিনিট নাগাদ অসম সহ উত্তর পূ্র্ব ভারতের একাংশে ভূকম্পন অনুভূত হয়েছিল। ক্ষয়ক্ষতিও হয় ভালোই। তারপর সেই একই দিনে অসমের শোনিতপুরে রাত ১২ টার পর থেকে ৬ বার ভূকম্পন অনুভূত হয়।

জানা গিয়েছে, শোনিতপুরের ভূপৃষ্ঠে প্রথম কম্পন অনুভূত হয় রাত ১২টা বেজে ২৪ মিনিটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২.৬। পরবর্তী কম্পন ১ টা বেজে ১০ মিনিটে হয়, রিখটার স্কেলে মাত্রা ২.৯। তারপর রাত ১ টা বেজে ২০ মিনিটে অনুভূত কম্পনের মাত্রা ছিল ৪.৬। রাত ১ টা বেজে ৪১ মিনিটে অনুভূত হয় পরবর্তী কম্পন, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২.৭।

EARTHQUAKE 3 630x420 1

এরপর রাত ১ টা বেজে ৫২ মিনিটে পরবর্তী কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ২.৩ এবং শেষ কম্পন অনুভূত হয় রাত ২টো বেজে ২৮ মিনিটে, মাত্র ২.৭। এইভাবে সামান্য কিছু সময়ের ব্যবধানে পর পর ৬ বার ভূমিকম্প হয় অসমে। যার জেরে আতঙ্কে রয়েছে অসমের মানুষজন।

NCS জানিয়েছে, এইসকল এলাকা অতি ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসাবে পরিচিত। এখানে ভারী ভারতীয় টেকটনিক প্লেটের উপরে ইউরেশিয়ান প্লেটের অভিসারী সংঘর্ষের ফলে এই কম্পন অনুভূত হচ্ছে। তবে বুধবার রাতের শেষ কম্পনের উপকেন্দ্র ছিল অসমের তেজপুর থেকে ৩৮ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিমি ভেতরে কম্পন হয়েছিল।

Smita Hari

সম্পর্কিত খবর