বিজ্ঞাপনের বদলে স্ত্রী ও সন্তানদের নাম লেখা জুতো পড়ে মাঠে নামলেন ওয়ার্নার, ভিডিওতে দেখুন আসল রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস এবং ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 171 রান করে হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেট হাতে রেখেই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় চেন্নাই।

হায়দ্রাবাদ ম্যাচ হারলেও এই ম্যাচটি খুবই ভালো কেটেছে সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। এই ম্যাচে ব্যাট হাতে 55 বলে 57 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওয়ার্নার। সেই সাথে নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে 10 হাজার রান পূর্ণ করে ফেললেন ওয়ার্নার। এছাড়াও আইপিএলে 50 টি হাফ সেঞ্চুরিও করে ফেললো ওয়ার্নার। তবে এসবের পাশাপাশি এই দিন বিশ্ববাসী ক্রিকেট প্রেমীরা দেখলো এক আদর্শবান ঘরোয়া অর্থাৎ পরিবারিক মানুষ ডেভিড ওয়ার্নারকে।

https://twitter.com/pant_fc/status/1387434874743648257?s=20

সাধারণত যে সমস্ত ক্রিকেটাররা আইপিএল খেলেন তাদের বেশিরভাগ ক্রিকেটারকে দেখা যায় মাথা থেকে শুরু করে জার্সি এমনকি পায়ের জুতোতে পর্যন্ত নানান কোম্পানির বিজ্ঞাপন দেওয়া থাকে, সেখান থেকে তারা অনেক অর্থ উপার্জন করে। তবে ডেভিড ওয়ার্নার ব্যতিক্রম। এইদিন চেন্নাই সুপার কিংস ম্যাচে ডেভিড ওয়ার্নার তার স্ত্রী এবং তিন সন্তানের নাম লেখা জুতো পড়ে মাঠে নেমেছিলেন। ওয়ার্নারের জুতোর একদিকে লেখা ছিল স্ত্রী ক্যান্ডিসের নাম অপরপ্রান্তে লেখা ছিল তিন কন্যা আইভি, ইডি এবং ইসলার নাম। আর ওয়ার্নারের এমন কর্মকাণ্ড দেখে সারা বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীই ওয়ার্নারকে স্যালুট জানিয়েছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর