করোনায় চিন্তিত মানুষদের আনন্দ দিতে লাস্যময়ী রূপে ভিডিও পোষ্ট করেন চাহাল পত্নী ধনশ্রী, তুমুল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিনার যুজবেন্দ্র চাহাল। আইপিএল খেলার জন্য আরসিবি দলের সঙ্গেই রয়েছেন চাহাল। সম্পূর্ণ বায়ো সুরক্ষা বলয়ের মধ্যেই রয়েছেন যুজবেন্দ্র চাহাল। এই মুহূর্তে চাহাল এর সঙ্গেই রয়েছেন তার স্ত্রী ধনশ্রী বর্মাও। তিনিও সম্পূর্ণ বায়ো সুরক্ষা বলয়ের মধ্যেই রয়েছেন।

ভারতবর্ষে এই মুহূর্তে এক কঠিন পরিস্থিতি চলছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতবর্ষের। ভারতবর্ষে দৈনিক করোনা সংক্রমণ প্রায় 4 লক্ষ ছুঁই ছুঁই। আর এমন সময়ই দেশবাসীর মুখে কিছুটা হাসি তুলে দিতে একটি ভিডিও পোস্ট করেছেন ধনশ্রী বর্মা, যেখানে তাকে একটি পার্কের মধ্যে নাচতে দেখা যাচ্ছে। আর এই ভিডিওর মাধ্যমে তিনি দেশবাসীর মনোরঞ্জন করার চেষ্টা করেছেন।

https://www.instagram.com/reel/COKcEQ8pF12/?igshid=h6ht45bns7m5

ভিডিওটি শেয়ার করে ধনশ্রী লিখেছেন, ” মাঝে মাঝে আমরা হাসতে ভুলে যায়। আপনাদের হাসির জন্যই আমার এই ভিডিও। নিরাপদে থাকুন সুস্থ থাকুন।”
ধনশ্রী ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। লাইকের ঝড় আসে এই ভিডিওতে।

https://www.instagram.com/reel/COKcEQ8pF12/?igshid=123zjz5bxrsx9

Udayan Biswas

সম্পর্কিত খবর