২০০ কিমি দূরে অক্সিজেন পৌঁছে দিয়ে পিঙ্কির প্রাণ বাঁচাল আনোয়ার

বাংলাহান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা আনোয়ার পাঠান আর তাঁর বন্ধু ভোপাল থেকে উজ্জয়ন পর্যন্ত ২০০ কিমি রাস্তা পার করে পিঙ্কি যাদব নামের এক মহিলাকে অক্সিজেন সিলেন্ডার পৌঁছে দেন। আনোয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

একটি ফোন এসেছিল আনোয়ারের কাছে, সেখানে তাঁকে বলা হয়েছিল যে ‘আমি উজ্জয়নের বাসিন্দা, আমাদের কাছে মাত্র ২-৩ ঘণ্টার অক্সিজেন বেঁচে আছে।” এই কথা শোনার পর আনোয়ার পাঠান আর তাঁর বন্ধু উজ্জয়নে পৌঁছে যান আর অক্সিজেন সাপ্লাই করেন। রোগী এখন সুস্থ। আনোয়ার আর তাঁর বন্ধু একটি জাম্বো অক্সিজেন সিলেন্ডার উজ্জয়নে গিয়ে রোগীর পরিবারের হাতে তুলে দেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ বেসামাল। কোথাও হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না, আবার কোথাও অক্সিজেনের অভাব। এরমধ্যে রোগীর পরিবারকে একটি অক্সিজেন সিলেন্ডারের জন্য চোখের জল ফেলতে দেখা যাচ্ছে। আর এই সংকটের সময়ে বড়বড় শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে দেশের সাধারণ মানুষও করোনা আক্রান্তদের সাহায্যার্থে এগিয়ে আসছেন।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর