করোনা ত্রাণে সাড়ে সাত কোটি টাকা দিল প্রাক্তন আইপিএল চ্যাম্পিয়ন দল

বাংলা হান্ট ডেস্ক: কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন রাজস্থান রয়্যালস ক্রিকেটাররা।শুধু ফ্র্যাঞ্চাইজি মালিক নয়, ক্রিকেটারেরাও সকলে মিলে যাকে বলে একেবারে চাঁদা তুলে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।প্রায় সাড়ে সাত কোটি টাকা করোনা ত্রাণে দিচ্ছে তারা।

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে রাজস্থান রয়্যালস জানিয়ে দেয়, তারা সাড়ে সাত কোটি টাকা অর্থাৎ, এক মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ করোনা ত্রাণে খরচ করবে।

রাজস্থানের ক্রিকেটার, ম্যানেজমেন্ট ও মালিক, সকলে মিলে এই অর্থ সংগ্রহ করেছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এই টাকা ব্রিটিশ এশিয়া ট্রাস্টের সঙ্গে যৌথভাবে রয়্যাল রাজস্থান ফাউন্ডেশনের মাধ্যম্য করোনা পীড়িতদের অবিলম্বে সাহায্য করার জন্য খরচ করা হবে।

রয়্যালসের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে প্রাথমিক প্রয়োজন হিসেবে অক্সেজেন জোগানের দিকেই তাদের নজর রয়েছে এবং সারা দেশের সঙ্গে রাজস্থানের জন্য তাদের বাড়তি তত্পরতা থাকবে।

এর আগে অনেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন। যার মধ্যে রয়েছেন প্যাট কামিন্সের মতো খেলোয়াড়রা। আবার রয়েছেন ব্রেট লি, রিকি পন্টিং ও হরভজন সিং-এর মতো প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু একসঙ্গে একই দলের এতজন ক্রিকেটারের একসঙ্গে এগিয়ে আসা বোধহয় এই প্রথম।

করোনার কারণে ভারত দিশেহারা। এর মধ্যে এত আয়োজন করে আইপিএল অনুষ্ঠান নিয়ে দেশ ও দেশের বাইরে সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে বিদেশি অনেক ক্রিকেটার ভারত ছেড়ে দেশে ফিরে গিয়েছেন। আইপিএল কেন স্থগিত করা হচ্ছে না, তা নিয়ে সমালোচনা হচ্ছে চারিদিকে।


Udayan Biswas

সম্পর্কিত খবর