প্রকাশ্যে এলো বাংলার বিধানসভা নির্বাচনের Exit Poll, বিজেপি না তৃণমূল কার ভাগ্যের শিকে ছিঁড়ছে

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে আট দফার ভোট প্রক্রিয়া শেষ হল আজ। প্রথম দফা থেকেই নির্বাচনে রাজ্যের প্রতিটি কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। এছাড়াও চারজন প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। এরমধ্যে তিন কেন্দ্রে আগামী ১৬ মে আবারও নির্বাচন হবে। আর একটি কেন্দ্রে নির্বাচনের পর প্রার্থী মারা যাওয়ার কারণে সেই কেন্দ্রে আপাতত নির্বাচন হচ্ছে না। যদি, ওই কেন্দ্রের প্রয়াত প্রার্থী জয়ী হন, তাহলে আবারও নির্বাচন হবে।

এবারের নির্বাচনে শাসক দল তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই সরকার গড়ার দাবি করে এসেছে। এছাড়াও পিছিয়ে নেই সংযুক্ত মোর্চা। তাঁরাও এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাচ্ছে। তবে শেষ হাসি কে হাসবে সেটা জানা যাবে আগামী ২ মে। এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, সুজন চক্রবর্তীদের মতো হেভিওয়েটরা নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন।

এছাড়াও এবার নবাগত তারকা যেমন সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, পর্নো মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, যশ দাশগুপ্তা, হিরণ-এর মতো তারকারাও নিজেদের ভাগ্য পরীক্ষা করছেন। আরেকদিকে, এবার বামেরাও শতরুপ ঘোষ, দীপ্সিতা, মীনাক্ষী, ঐশী ঘশ-দের মতো তরুণ তুর্কিদের সুযোগ করে দিয়েছে।

আগামী ২ মে ভোট গণনার আগে দেশের বিভিন্ন সংস্থা এবং মিডিয়া চ্যানেলগুলি এক্সিট পোল নিয়ে আসছে সামনে। দেখে নেওয়া যাক সেই এক্সিট পোলে কি বলছে।

C-VOTER এক্সিট পোল অনুযায়ী, তৃণমূল- ১৫২ থেকে ১৬৪। বিজেপি- ১০৯-১২১। সংযুক্ত মোর্চা- ১৪-২৫। অন্যান্য শূন্য। ভোট পার্সেন্ট হিসেবে তৃণমূল পাচ্ছে ৪২ শতাংশ, বিজেপি পাচ্ছে ৩৯ শতাংশ, সংযুক্ত মোর্চা ১৫ শতাংশ এবং অন্যান্য শতাংশ।

রিপাবলিক বাংলার সমীক্ষা অনুযায়ী, তৃণমূল- ১২৮ থেকে ১৩৮। বিজেপি- ১৩৮-১৪৮। সংযুক্ত মোর্চা- ১১-২১। অন্যান্য শূন্য।


Koushik Dutta

সম্পর্কিত খবর