‘করোনা আক্রান্ত’ দাদুকে সমুদ্র ধারে রেখে এলেন নাতি! চূড়ান্ত অমানবিকতার নজির বাংলায়

বাংলাহান্ট ডেস্কঃ গোটা দেশ যখন মারণ ভাইরাসের (Corona) করালগ্রাসে, তখন একের পর এক অমানবিক দৃশ্য উঠে আসছে দেশের সর্বত্র থেকে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে যখন জনসচেতনতায় মূল হাতিয়ায়, তখন একাধিক অমানবিক ঘটনা নাড়িয়ে দিচ্ছে গোটা দেশকে। এবার তেমনই এক চূড়ান্ত অমানবিকতার নজির মিলল বাংলায়।

৭০ বছর বয়সী বৃদ্ধ দাদুকে ওষুধ কিনে আনার নাম করে সমুদ্র ধারে রেখে পালানেন নাতি। রাতভোর সেখানেই বসে থাকে দাদু। তবুও নাতি আর ফিরল না। ঘটনাটি ঘটেছে তাজপুরে (Tajpur)। হাসপাতাল থেকে দাদুকে নিয়ে এসে তাজপুরের মেরিন ড্রাইভে তাঁকে ফেলে বেপাত্তা নাতি। মুখ দিয়ে সত্তর বছর বয়সী দাদুর লালা বেরোচ্ছে, হাতে স্যালাইন।

Corona News: दिल्ली में लगेगा लॉकडाउन? जानिए क्या बोले सीएम Arvind Kejriwal | Zee Business Hindi

বোঝাই যাচ্ছিল হাসপাতালে থেকে সদ্য ফিরিয়ে আনা হয়েছে। সারারাত মেরিন ড্রাইভে তাঁকে বসে থাকতে দেখলেও, করোনা আক্রান্তের সন্দেহে কাছে যেতে ভয় পায় স্থানীয়রা। তবে পরেরদিন সকালে দূর থেকেই একদল যুবক তাঁকে জিজ্ঞাসাবাদ করাতেই জানা যায় তিনি শ্যামবাজারের (Shyambajar) বাসিন্দা। তিনি বলেন, ‘গাড়ি থেকে নামিয়ে নাতি বলে, একটু বসো, ওষুধ কিনে আনছি’। তারপর আর ফিরল না।

তৎক্ষণাৎ স্থানীয়রা খবর দেয় মান্দারমনি কোস্টাল থানায়। পরে পুলিশ এসে দিঘা (Digha) রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করায় ওই বৃদ্ধকে। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর। পুলিশের তরফে জানা যায়, পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে যেখানে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খাচ্ছে দেশের স্বাস্থ্যকর্মীরা, তখন এহেন দৃশ্যগুলি গ্রাস করছে মানবিকতাকে।

সম্পর্কিত খবর