‘মা ভবতারিণী’ রূপে মন জয় করেছেন সবার, জেনে নিন অভিনেত্রীর আসল পরিচয়

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় বাংলা সিরিয়ালগুলি মধ‍্যে অন‍্যতম জি বাংলার ‘করুণাময়ী রাণী রাসমণি’ (karunamoyee rani rasmoni)। চার বছর হতে চলল এই জনপ্রিয় ধারাবাহিকের। ইতিমধ‍্যেই হাজার তম পর্ব হয়ে গিয়েছে সিরিয়ালে। টিআরপি কমলেও এখনো বেশ জনপ্রিয় রাসমণি।

রাসমণি সিরিয়ালের অন‍্যতম জনপ্রিয় চরিত্র মা ভবতারিণী। আর এই অন‍্যতম চ‍্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী ভট্টাচার্য বসু (tanushree bhattacharya basu)। মেকআপের কামালে নিমেষের মধ‍্যে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী হয়ে ওঠেন তিনি। আর নিজের অসাধারন অভিনয় দক্ষতায় এই কঠিন চরিত্রটিকেও অনায়াসেই ফুটিয়ে তোলেন পর্দায়।

IMG 20210430 204523
তনুশ্রী জানান, তিনি এতদিন পর্যন্ত যা কিছু অর্জন করেছেন সবটাই তাঁর মায়ের জন‍্য। ২০১৩ সালে তাঁর অভিনয় জীবনে পদার্পণ। তবে মা ভবতারিণীর চরিত্রে প্রায় এক বছর হয়েছে তনুশ্রী। গত বছর লকডাউনের আগেই এই চরিত্রে অভিনয় করা শুরু করেন তিনি।

https://www.instagram.com/p/COKM-bsBkPA/?igshid=j14yw704ghl0

অভিনেত্রী বলেন, মায়ের আশীর্বাদেই এই চরিত্রটি পেয়েছেন তিনি। মা ভবতারিণী ছাড়াও কি করে বলব তোমায় সিরিয়ালে সোহিনী ম‍্যাডামের চরিত্রেও অভিনয় করছেন তনুশ্রী। অভিনেত্রীর মতে, দুটি চ‍রিত্রই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এবং সমান চ‍্যালেঞ্জিং। তবে দুটোই তাঁর কাজের খিদে মেটায়।

https://www.instagram.com/p/CNXWN6DBOs7/?igshid=1sqkm9ylyko4s

বেশ কয়েক বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এখনো সেভাবে বড়পর্দায় পা রাখেননি তনুশ্রী। তবে ইচ্ছা রয়েছে তাঁর ষোলো আনা। অভিনেত্রী বলেন মনের মতো প্রস্তাব পেলেই বড়পর্দায় পা রাখবেন তিনি। অবশ‍্য ২০১৪ সালে গেম ছবিতে জিতের বোনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তনুশ্রীকে।

https://www.instagram.com/p/CMeCIofhwqI/?igshid=1mhu3gma889z4

২০১৯ এ পরিচালক শমীক বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তনুশ্রী। অর্ধাঙ্গিনীতে একত্রে কাজ করেছিলেন তাঁরা। স্বামীর সঙ্গে মাঝে মাঝেই ছবি শেয়ার করেন তিনি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে।

Niranjana Nag

সম্পর্কিত খবর