‘রেট কত চলছে?’ সোশ‍্যাল মিডিয়ায় অশালীন আক্রমণের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের শ্রীলেখার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে সোশ‍্যাল মিডিয়া একটি অন‍্যতম জনপ্রিয় মাধ‍্যম হয়ে ওঠায় কুরুচিকর আক্রমণ, সমালোচনা অনেক বেশি সহজ হয়ে উঠেছে। সোশ‍্যাল মিডিয়ার আড়ালে লুকিয়ে কুরুচিকর আক্রমণ শানান অনেকেই। প্রায়ই পুরুষ বা মহিলাদের উদ্দেশে বিভিন্ন কারণে কুৎসিত মন্তব‍্য করতে দেখা যায় এক শ্রেণীর নেটজনতাকে। বিশেষ করে তাদের আক্রমণের শিকার হন তারকারা।

এমন পরিস্থিতিতে বহুবার পড়তে হয়েছে শ্রীলেখা মিত্রকে (sreelekha mitra)। কখনো তিনি এড়িয়ে গিয়েছেন এই সব কুৎসিত ট্রোল, মন্তব‍্য। আবার কখনো মুখের উপ‍র সপাটে জবাব দিয়েছেন ওই মানুষগুলোর। এবারেও তার ব‍্যতিক্রম হয়নি। অত‍্যন্ত কুরুচিকর আক্রমণের যোগ‍্য জবাব দিয়েছেন শ্রীলেখা। সেই সঙ্গে কলকাতা পুলিসের সাইবার ক্রাইম শাখায় অভিযোগও দায়ের করেছেন তিনি।


ফেসবুকে সুজন সেন নামে এক ব‍্যক্তি লেখেন, ‘ভাত চাই? শ্রীলেখা মাসিকে কল করুন। জানতে চান এখুন ওঁনার রেটটা কী চলছে একজনের সঙ্গে কতো আর দুইজনের সঙ্গে কতো আর দুইয়ের অধিক জনের সঙ্গে কতো। পদাধিকারী মাকু কালো চুলের হলে কতো আর পদাধিকারী মাকু সাদা চুলের হলে কতো???’ সঙ্গে শ্রীলেখার ফোন নম্বরও শেয়ার করা হয়।

এই লেখাটির স্ক্রিনশট শেয়ার করে শ্রীলেখা লেখেন, ‘বোনপো সুজন সেন শুধু ভাত কেন, কোভিড সংক্রান্ত যে কোনও সাহায্য লাগলে বোলো মাসি যথাসাধ্য সাহায্য করবে। তুমি তৃণমূল না বিজেপি? মানে বোঝার চেষ্টা করছি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ভাষায় আমার সম্পর্কে লিখলে।’ এরপরেই তিনি ওই ব‍্যক্তির প্রোফাইলের একটি স্ক্রিনশটও শেয়ার করেন। সেই সঙ্গে কলকাতা পুলিসের সাইবার ক্রাইম শাখায় অভিযোগও দায়ের করেন।


বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের সাহায‍্যে অবতীর্ণ হয়েছেন শ্রীলেখাও। হাসপাতালে খালি বেড, অক্সিজেন সহ অন‍্যান‍্য জরুরি তথ‍্য অনবরত নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করে চলেছেন তিনি।

সম্পর্কিত খবর

X