সত‍্যজিতের জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ, ‘অপরাজিত’ হয়ে ফিরছেন আবির চট্টোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: সত‍্যজিৎ রায়ের (satyajit roy) জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ জানানোর জন‍্য এক অভিনব পন্থা গ্রহণ করলেন পরিচালক অনীক দত্ত (anik dutta)। সত‍্যজিতের জন্ম শত বার্ষিকীতে ফিরছে ‘অপরাজিত’ অপু। অপুর চরিত্রে বাঙালির হার্টথ্রব আবির চট্টোপাধ‍্যায় (abir chatterjee)।

তবে আপনি যদি ভেবে থাকেন সত‍্যজিতের কালজয়ী ছবির রিমেক বানাতে চলেছেন পরিচালক অনীক দত্ত তবে খুব বড় ভুল করবেন। পথের পাঁচালী তৈরির গল্প থেকেই এই ছবির অনুপ্রেরণা পেয়েছেন বলে বক্তব‍্য পরিচালকের। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে ছবির প্রথম পোস্টার। আর সেখানে একেবারে সত‍্যজিতের আদলেই দেখা গিয়েছে আবিরকে।

FB IMG 1619874280587
এই ছবি সম্পর্কে পরিচালক জানান, ১৯৫৫ সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। আবিরের চরিত্রের নাম অপরাজিত বা অপু। দশ বছর ধরে নতুন ধারার ছবি তৈরির দিকে তাঁর আগ্রহ। শেষমেষ বন্ধু বান্ধবদের সঙ্গে অপু তৈরি করে তাঁর প্রথম ছবি পথের পদাবলী। বিশ্বের দরবারে সম্মানিত হয় এই ছবি।

তিনি আরো বলেন, সত‍্যজিত রায়কে শ্রদ্ধাজ্ঞাপনের জন‍্যই এই ছবি। এটি সত‍্যজিতের বায়োপিক নয়। বর্তমানে করোনা পরিস্থিতির এত বাড়াবাড়ি না হলে এই সময়েই শুরু হয়ে যেত ছবির শুটিং। তবে এই অবস্থায় কবে থেকে শুটিং করা সম্ভব সেই বিষয়ে কোনো মন্তব‍্য করেননি পরিচালক। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ইতিমধ‍্যেই শুরু হয়ে গিয়েছে।

79826525
আবিরকে অপরাজিতর চরিত্রে কাস্ট করা নিয়ে অনীক দত্ত বলেন, “এই চরিত্রটির জন‍্য আবিরই এক্কেবারে মানানসই। উচ্চতা, মুখশ্রী, বৈশিষ্ট‍্য সবই এই চরিত্রের সঙ্গে মানানসই আবিরের। সেই কারণেই আবিরকে এই চরিত্রে কাস্ট করা হয়েছে।” ছবিতে অপরাজিতর বিপরীতে বিজয়া রায়ের খোঁজও চালানো হচ্ছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর