‘বাবা-মা এবং মানুষের আশির্বাদে জয় হবে আমার’- আশাবাদী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে চলছে ভোট গণনা। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন- ফলাফলের দিকে তাকিয়ে গোটা বাংলার মানুষ। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে ভোট গণনার কাজ। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রয়েছে গণনা কেন্দ্র। বিভিন্ন গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছেন প্রার্থীরা।

সকাল সকাল গণনা কেন্দ্রের বাইরে দেখা গেল আসানসোল-দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে (saayoni ghosh)। হলুদ শাড়িতে বঙ্গ ললনার বেশে গণনা কেন্দ্রের বাইরে উদ্বিগ্ন চোখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। স্মরণ করছেন নিজের বাবা মাকে।

1611084486 saayoni ghosh 1

সায়নীর কথায়, ‘এতদিন ধরে স্কুল, কলেজে, ইন্টারস্কুল অ্যাক্টিভিটি, নানারকম কম্পিটিশনে অংশ নিয়েছি। কিন্তু এরকম পরীক্ষা আগে কোনদিন দিইই নি। বাবা মা খুবই টেনশন করছেন। অনাদের শরীরটা ভালো নেই। বারবার ফোন করে আমার খোঁজ নিচ্ছেন। তাদের যত বয়স হচ্ছে, ওনারা ততই যেন বাচ্চা হয়ে যাচ্ছেন। সেই কারণে আমাকে বারবার আসানসোল থেকে কলকাতা যাতায়াত করতে হচ্ছে’।

জয়ের ব্যাপারে আশাবাদী সায়নী বলেন, ‘আমি নিশ্চিত, এই ভাবেই আমার পথ চলা শুরু হবে। আমি আশাবাদী, বাবা মা এবং মানুষের আশির্বাদে আমার জয় হবে’।

Smita Hari

সম্পর্কিত খবর