‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করেছিলেন মোদী, যোগ্য জবাব দিয়েছেন বাংলার অগ্নিকন্যা কটাক্ষ অখিলেশ-শরদের

বাংলা হান্ট ডেস্ক: জয়ের আভাসে গোটা রাজ্য জুড়ে উল্লাস শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থকরা।জয়ের ছবি যতই স্পষ্ট হয়েছে উচ্ছ্বাস, উন্মদনা, সবুজ আবিরের খেলা ততই বাড়ছে। নির্দেশিকার পরোয়া না করেই কলকাতা-সহ রাজ্যে দিকে দিকে বিজয় মিছিল ও বিজয় সমাবেশে মেতেছে তৃণমূল কর্মী-সমর্থকরা।বিজেপির ঘৃণার রাজনীতিকে পরাস্ত করার জন্য তৃণমূল নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

টুইটারে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির ঘৃণার রাজনীতিকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতা ও কার্যকর্তাদের হার্দিক অভিনন্দন। এক মহিলাকে বিজেপির ‘দিদি ও দিদি’ বলে অপমান করার জোরাল জবাব দিয়েছেন জনতা।

বাংলায় বিজেপির প্রবল ধাক্কা খাওয়ার আভাস পেয়েই একের পর এক টুইট করে মমতাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন সর্বভারতীয় নেতারা। চূড়ান্ত ফলপ্রকাশের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এক টুইটে তিনি লিখেছেন, এই জয়ের জন্য আপনাকে অভিনন্দন।  আসুন সবাই মিলে মানুষের উন্নয়নের জন্য কাজ করি। করোনা অতিমারীরও মোকাবিলা করি।

মমতাকে শুভেচ্ছা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক টুইটে তিনি লিখেছেন, ল্যান্ডস্লাইড এই জয়ের জন্য মমতা দিদিকে অভিনন্দন। বাংলার মানুষকে ধন্যবাদ।

তৃণমূলের অন্যতম প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বলেন, মমতা ব্যানার্জীর উন্নয়নের ওপর,মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ওপর ভরসা রেখেছেন বেহালার মানুষ। বিজেপির সোনার বাংলা গড়াকে একেবারে ঝামা ঘোষে দিয়েছে বাংলার মানুষ কটাক্ষ করে বলেন রত্না চট্টোপাধ্যায়।

 

 

Udayan Biswas

সম্পর্কিত খবর