বাংলাহান্ট ডেস্কঃ রবিবার রাতে নির্বাচনের ফল প্রকাশ হতেই তৃণমূলের (tmc) দিকে উঠল বোমাবাজির অভিযোগ। মুর্শিদাবাদের কান্দিতে (Kandi) বিজেপির (BJP) টাউন সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে।
ঘটানটি ঘটে রাত ১১টা নাগাদ। মুর্শিদাবাদের কান্দি বাঘডাঙা এলাকায় কান্দি টাউন বিজেপি সভাপতি বিনিতা রায় অভিযোগ করেন, রাতে আচমকাই একটা বিকট শব্দে সকলে বাইরে বেরিয়ে আসেন। দেখা যায় একটি বোমা ফেটে গিয়েছে এবং অন্য একটি তাজা বোমা পড়ে রয়েছে। এরপরই তাঁরা আইসিকে খবর দেন এবং পুলিশ এসে বোমা নিস্ক্রিয় করে।
বিজেপি নেত্রীর দাবি, ‘আমি বিজেপির একজন প্রতিনিধি বলে, আমাকে ভয় দেখাতে এসমস্ত করছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা। ভোটে তো হারজিত আছেই। কিন্তু তাই বলে এরকম খেলা খেলবে তৃণমূল? নির্বাচনে জয়ের পর তৃণমূলের ঔদ্ধত্য আরও বেড়ে গিয়েছে। প্রথম থেকেই বলে এসেছে খেলা হবে খেলা হবে। তবে এবার কি এসব খেলা হচ্ছে?’।
এই ঘটনার পরবর্তীতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙ্গুল তুলেছেন ওই বিজেপি নেত্রী। তাঁর অভিযোগ এই ঘটনার নেপথ্যে রয়েছেন তৃণমূল নেতা তাপস মিশ্র।