আজকের রাশিফল ৬ ই এপ্রিল বৃহস্পতিবার ২০২১, লক্ষ্মীবারে দেখুন আপনার ভাগ্যফল

বাংলাহান্ট ডেস্কঃ নিজের রাশিফলে আজকে কি রয়েছে, তা জানতে অনেকেরই ইচ্ছা করে। তাই দেখে নিন আজকের রাশিফল (ajker rashifal)। মোট ১২ টি রাশির ফলাফল এখানে দেওয়া রয়েছে। নিজের রাশির সঙ্গে মিলিয়ে দেখে নিন, আজকের দিন আপনার কেমন যাবে।

মেষঃ অতীতে কারো সঙ্গে আজকের দিনে দেখা হতে পারে। আজকের দিনে আর্থিক স্বচ্ছলতা থাকায় মানসিক শান্তি থাকবে। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পেতে পারেন। মানসিক অশান্তি থাকায় অফিসের কাজে মন বসবে না।

বৃষভঃ অচেনা লোকেদের ব্যাপারে না জেনে তাঁর সঙ্গে কথা বলা ঠিক নয়। নিজের অনুভূতি আটকে রাখবেন না, বহিঃপ্রকাশ করুন। অকারণেই মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে। কাজের জায়গায় কারো সঙ্গে কথা বলতে চাইলে, আজকে তা বলতে পারবেন।

মিথুনঃ পরিবারের কোন সদস্যের আচরণ আপনার খারাপ লাগতে পারে। আপনার ভালো চিন্তা ভাবনা সকলে আনন্দে রাখবে। কাজের জায়গায় ভালো দিন কাটবে। পাওনাদারদেরকে ঋণ মিটিয়ে দিয়ে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বেন।

কর্কটঃ আজকের দিনে কাজের জায়গায় সবকিছু আপনার পক্ষে থাকবে। বস কাজের প্রশংসা করবেন। কখনই আঢাকা খাবার খাওয়া উচিত নয়। প্রয়োজনে বাড়ির বড়দের থেকে কিছু জ্ঞান নিন। বেশি অর্থ ব্যয় না করে কিছুটা সঞ্চয় করতে শিখুন।

সিংহঃ কর্মক্ষেত্রে সহকরমীরা আপনাকে সাহস যোগাবে। ভালোবাসার মানুষের সঙ্গে সন্ধ্যের সময় সিনেমা থিয়েটারে যেতে পারেন। সন্ধ্যার সময় বিশেষ কোন খবর আসতে পারে। চিঠির মাধ্যমে গোটা পরিবারে খুশির মুহূর্ত তৈরি হবে।

rashifal

কন্যাঃ ভ্রমণের পরিকল্পনা করলেও, কাজের জন্য তা আটকে যাবে। আজকের দিনে বাইরের খেলাধূলায় মন টানবে। আজ এই রাশির জাতক জাতিকারা তাঁদের ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। ঋণ চাইতে পারে, এমন বন্ধুদের থেকে দূরে থাকুন।

তুলাঃ প্রতিশ্রুতি পূরণে অসমর্থ হওয়ায় ভালোবাসার জীবনে সমস্যা আসতে পারে। আপনার উপস্থিতি সকলকে আনন্দে রাখবে। কিছুটা সময় বের করে বাচ্চাদের সঙ্গে কাটান। আজকের দিনে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সফল হবে।

বৃশ্চিকঃ পরিবারের সদস্যরা তাঁদের অসুবিধার কথা বলতে গেলে আপনি নিজের কাজেই ব্যস্ত থাকবেন। নিজের শরীরের দিকে নজর দিন। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবকিছু ভালো করে দেখে নেবেন।

ধনুঃ বন্ধুর পরামর্শে ব্যবসায়ে ক্ষতি হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আপনার খারাপ আচরণের জন্য। কাজের জায়গায় সতর্ক থাকবেন। আজকের দিনে বাসস্থানের খাতে বিনিয়োগ না করাই ভালো।

মকরঃ সন্ধ্যায় ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবকিছু ভালো করে দেখে নেবেন। অবসর সময়টা ভালো কাজে লাগান। নিজের ঝগড়ুটে স্বভাবের বহিঃপ্রকাশ করবেন না।

কুম্ভঃ বন্ধুদের চক্করে পড়াশুনার সময়টা নষ্ট করা উচিত নয়। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে শক্তিশালী করে তুলবে। দিনের শেষভাগে ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। আর্থিক সমস্যায় থাকবে আজকের দিনে এই রাশির ব্যক্তিরা।

মীনঃ সেমিনারে যোগ দিলে জ্ঞান বাড়বে। আজকের দিনে আপনি ছোটখাটো বিষয়ে মাথা গরম করে ফেলবেন। কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক ভালো করে ভেবে নেবেন। অর্থকে মূল্য দিতে শিখুন, নাহলে সমস্যায় পড়বেন।

Smita Hari

সম্পর্কিত খবর