বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক খেলায় স্পোর্টসম্যান স্পিরিট থাকে। খেলার সময় অনেক খেলোয়াড়ই মাঠের ভিতর আবেগপ্রবণ হয়ে পড়েন কিন্তু মাঠের বাইরে সব ঠিকঠাক হয়ে যায়। তবে এবার খেলার ময়দানে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। খেলার ময়দানে সামান্য ঝগড়া সেখান থেকে একজন কুস্তিগীর কেড়ে নিলেন আরেক কুস্তিগীরের জীবন।
ঘটনাটি ঘটে নয়া দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে। খেলা চলাকালীন সামান্য কথা কাটাকাটি সেখান থেকে ঝগড়া তারপরই শুরু হয় মারামারি। শেষ পর্যন্ত একজনের প্রাণের বিনিময়ে ঝগড়ার সমাপ্তি ঘটে।
রাজধানী দিল্লির উত্তরে ছত্রশাল স্টেডিয়ামে কুস্তিগীররা অনুশীলন করেন। এই স্টেডিয়ামেই বছরের পর বছর ধরে অনুশীলন করে আসছেন অলিম্পিকে পদক জয়ী কুস্তিগীর সুনীল কুমার।
কুস্তি একটি বডি টার্চ খেলা। তাই মাঝের মধ্যেই কুস্তিগীররা একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সতীর্থদের মধ্যস্থতায় সেগুলি মিটে যায়। কিন্তু এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যার ফলে অকালে প্রাণ হারালো এক কুস্তিগীর। মৃত কুস্তিগীরের নাম সাগর। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।