বাংলাহান্ট ডেস্কঃ গণনায় কারচুপি হয়েছে, নইলে ফল অন্যরকম হত। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আদালতে যাওয়ারও কথা জানিয়ে রাখলেন। বুধবার একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছিলেন, তখন আরেকদিকে বিজেপির বিধায়ক আর সাংসদরা দলীয় কর্মীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে ধরনায় বসেছিলেন।
বিজেপির ওই ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট নেতা এবং বিধায়করা। তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে ডাক দেওয়া ওই ধরনা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী ভোট শান্তিপূর্ণ করিয়েছে, কিন্তু গণনায় কারচুপি রুখতে ব্যর্থ হয়েছে কমিশন। অনেক গণনা কেন্দ্রেই বিজেপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এই কারণে বিজেপি ১০০-র কম আসন পেয়েছে। আমরা সরকার না গড়তে পারলেও অনেক বেশি আসন পেতাম।”