তড়িঘড়ি দিল্লীতে তলব তথাগত রায়কে! ঘনাচ্ছে রহস্য

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনে হারের পরই দলীয় তারকা প্রার্থীদের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপি (bjp) নেতা তথাগত রায় (Tathagata Roy)। শুধুমাত্র বিজেপির তারকা প্রার্থীদের তীব্র কটাক্ষ করাই নয়, বিজেপি নেতৃত্বকেও নিশানা করেছিলেন তিনি। এবার সেই তথাগত রায়কেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লীতে তলব করল। একথা নিজেই জানালেন বিজেপি নেতা।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের (tmc) কাছে হারার সমস্ত দায়টাই তারকা প্রার্থীদের ও দলের শীর্ষ নেতৃত্বদের উপর চাপিয়েছিলেন তথাগত রায়। এমনকি শ্রাবন্তী চ‍্যাটার্জী (srabanti chatterjee), পায়েল সরকার (payel sarkar), পার্নো মিত্রদের (parno mitra) ‘নগরের নটী’ বলেও তীব্র কটাক্ষ করেছিলেন তথাগত রায়।

সম্প্রতি এক ট্যুইটে তথাগত রায় লিখেছিলেন, ‘পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’

এই ট্যুইট নিয়ে ইতিমধ‍্যেই তোলপাড় হয়ে উঠেছিল রাজ‍্য রাজনীতি। মহিলাদের সম্পর্কে এমন বিশেষন যথেষ্ট কুরুচিকর বলে মন্তব‍্য করেছিলেন অনেকেই। নির্বাচনের ঠিক আগে আগেই বেশ কয়েকজন তারকা প্রার্থী যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাঁদের মধ‍্যে বেশিরভাগই হারের মুখ দেখেছেন। রাজনীতিতে অজ্ঞ এই তারকাদের টিকিট দেওয়ার অর্থ কি? দলীয় নেতৃত্বদের কাছে প্রশ্ন তুলেছিলেন তথাগত রায়।

এবার সেই কারণেই তাঁকে দিল্লীতে তলব করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একথা নিজেই ট্যুইট করে জানালেন বিজেপি নেতা তথাগত রায়।

সম্পর্কিত খবর

X