রাজ্যে লোকাল ট্রেনের পাশাপাশি বন্ধ হল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন, রইল তালিকা

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর নবান্নে প্রেস বার্তা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি, সিপিএমকে হারানোর পর এবার করোনাকে হারানোর জন্য মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর রাজ্যে বর্ধিত করোনার সংক্রমণ রুখতে ৬ মে থেকে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা হবে। শপিং মল, রেস্তোরাঁ পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত বন্ধ থাকবে। ৫০ জনের বেশি জমায়েত নয়। সকাল ৭টা থেকে ১০টা আর বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত দোকান-বাজার খোলা থাকবে। গয়নার দোকান দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। করোনা আক্রান্তদের ১৪ দিন কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক। দূরপাল্লার বাসে RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক।

এছাড়াও সবথেকে উল্লেখযোগ্য যেই সিদ্ধান্ত নিয়েছেন, তা হল ৬ মে বৃহস্পতিবারবার থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করার ঘোষণা করেছেন তিনি। আজ বৃহস্পতিবার থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়েছে। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ মে থেকে ১৪ দিনের জন্য রাজ্যে লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এবার শুধু লোকাল ট্রেনই না, রাজ্যের দূরপাল্লার ট্রেনও বন্ধ করার নির্দেশিকা জারি হল। জানা গিয়েছে, আগামী  মে থেকে অনির্দিষ্ট কালের জন্য ১৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ট্রেনে যাত্রী সংখ্যা অনেক কমেছে। এরফলে ট্রেন চালানো ব্যয়সাধ্য হয়ে পড়েছে। এছাড়াও করোনার সংক্রমণ রোখার জন্যও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

যেই ট্রেনগুলি বাতিল করা হল … 

  • ০২০১৯ এবং ০২০২০ হাওড়া রাঁচি স্পেশাল এক্সপ্রেস হাওড়া – রাঁচি
  • ০৩১১৭ এবং ০৩১১৮ কলকাতা-লালগোলা এক্সপ্রেস
  • ০৩০২৭ এবং ০৩০২৮ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস
  • ০৩০৪৭, ০৩০৪৮ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস
  • ০৩১৮৭ এবং ০৩১৮৮ শিয়ালদহ -রামপুরহাট
  • ০৩৫০২ এবং ০৩৫০১ হলদিয়া-আসানসোল

তাছাড়াও জামালপুরের ভাগলপুর, কিউল, মোকামা, বার্হ, বখতিয়ারপুর, ফতুহা, পাটনা শহর এবং পাটনা জংশন থেকে দানাপুরের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে নতুন করে রেল যাত্রীরা ভোগান্তির শিকার হতে চলেছেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর