রাজ্যের কেউ সুরক্ষিত না, বিধানসভায় শপথ নেওয়ার পর বললেন শুভেন্দু

বাংলাহান্ট ডেস্কঃ নন্দীগ্রামের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পরেই ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাতে নিলেন তিনি। শুভেন্দুবাবু বলেন, ‘বাংলায় কেউ সুরক্ষিত নয়। হিন্দুরা সবথেকে বেশি অসুরক্ষিত। এতদূর থেকে এসে যে আমি শপথ নিতে পেরেছি, এটা ভগবানের আশীর্বাদ। কেন্দ্রীয় মন্ত্রীই সুরক্ষিত না, তাহলে আমি তো কোনও ছাড়।”

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘২০০১ সালে বিধানসভা নির্বাচনে আমি তৃণমূলের প্রার্থী হয়েছিলাম, সেবার আমি খুব কম ভোটে হেরেছিলাম। সেবারও তৃণমূলের সরকার তো প্রায় হয়েই গিয়েছিল। আমাদের একটাই আশা ছিল হয় এবার নাহলে নেভার। এরপর সিপিএম নেতৃত্ব চরম সন্ত্রাস ছড়িয়েছিল। তবে এবার সিপিএমের সন্ত্রাসকেও ছাড়িয়ে গিয়েছে। তখন রাজনৈতিক হিংসা ছিল, এখন একটি ধর্মীয় সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে। এটা দেশ ভাগের সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে।”

শুভেন্দুবাবুকে যখন জিজ্ঞাসা করা হয় যে, এবার বিরোধী দলনেতা কে হবে? তখন নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘বিজেপি কোনও প্রাইভেট লিমিটেড কোম্পানি না। দলের কেন্দ্রীয় আর রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।”

Koushik Dutta

সম্পর্কিত খবর