বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে বেড়ে চলা করোনা ভাইরাসের সঙ্কটের মধ্যে গুজরাটের সোমনাথ মন্দির ট্রাস্ট মানুষের সাহায্যের জন্য এগিয়ে এল। ট্রাস্ট অক্সিজেন প্লান্ট লাগানোর জন্য ৫০ লক্ষ টাকা অনুদান করেছে। সোমনাথ ট্রাস্ট অনুযায়ী, এই অক্সিজেন প্লান্ট আগামী তিন সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে। জেলার স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে এই কাজ হবে। এই অক্সিজেন প্লান্ট প্রতিদিন ৫১ টি অক্সিজেন সিলেন্ডার সরবরাহ করবে।
এছাড়াও সোমনাথ মন্দির ট্রাস্ট লীলাবতী ভবনের ৭৩টি কামরা সরকারকে কোভিড কেয়ার সেন্টার বানানোর জন্য দিয়েছে। এছাড়াও ট্রাস্ট জেলা প্রশাসনের সঙ্গে কাজ করে অভাবি মানুষদের জরুরী সেবা প্রদান করছে।
এছাড়াও উড়িষ্যার পুরীর জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন সেবাদারম ভক্ত আর তাঁদের পরিবারের জন্য একটি কোভিড সেন্টার গড়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্র্যন্ড রোডের ভক্ত নিবাসে সমস্ত চিকিৎসার উপকরণ আর পরিষেবার সঙ্গে এই ব্যবস্থা শুরু হয়েছে। আরেকদিকে, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের রান্নাঘর গরিবদের খাবার দেওয়ার বন্দোবস্ত করেছে। মন্দির প্রশাসন বেশ কয়েকটি NGO-এর সঙ্গে কাজ করে করোনা রোগীদের খাবারের বন্দোবস্ত করছে।