ভাড়া গাড়িতে বাঁকুড়া থেকে কলকাতায় চন্দনা, শপথ গ্রহণের সময় কৃতজ্ঞতায় গলা বুজে আসে তাঁর

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভায় পৌঁছাতে দাদার গাড়ি ভাড়া করে বাঁকুড়া থেকে কলকাতায় এসে পৌঁছালেন বিজেপির নতুন বিধায়ক চন্দনা বাউরি। আজ বিধানসভায় শপথ নেবেন সাধারণ রাজমিস্ত্রীর গৃহিণী চন্দনা। বিজেপির সবথেকে দরিদ্রতম প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল চন্দনার। সংবাদের শিরোনামে বারবার উঠে এসেছিল সে। জয়ের বিষয়ে বরাবরই আত্মবিশ্বাসী ছিল চন্দনা। তাঁর স্বপ্ন আর জয়ের প্রতি আত্মবিশ্বাস আজ তাঁকে বিধানসভায় নিয়ে গিয়ে পৌঁছেছে।

chandana 630x420 1

রাজমিস্ত্রীর গৃহিণী, দুই সন্তানের মা চন্দনা টালির বাড়িতে নিজের গৃহপালিত পশুদের নিয়ে বসবাদ করেন। প্রচারে গোটা এলাকা দাপিয়ে বেরিয়েছিল চন্দনা। আর তাঁর সুফলও পেয়েছে সে। বিধানসভায় শপথ গ্রহণের সময় কৃতজ্ঞতায় গলা বুজে আসে বিজেপির সবথেকে দরিদ্রতম প্রার্থীর। চন্দনা বলেন, ‘আমার মতো একজন দরিদ্র মানুষকে বিজেপি যে টিকিট দিয়েছে সেটাই অনেক বেশি। কলকাতায় আসতে অনেক খরচ, আমি তবুও এসেছি। শালতোড়ার মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে। আমাকে তো আসতেই হত।”

chandana feature

বিধায়ক হওয়ার স্বপন পূরণ হয়েছে চন্দনার। এবার এলাকার মানুষের পাশে থেকে, এলাকার মানুষের উন্নয়ন করার স্বপ্ন পূরণ করতে চান তিনি। শুক্রবার ১৪৭ জন বিধায়কের সঙ্গে শপথ নেন বিজেপির এই ননহেভিওয়েট কিন্তু জনপ্রিয় প্রার্থী। আগামী পাঁচ বছর এলাকার মানুষের পাশে থাকার জিদ নিয়েই এবার পথ চলা শুরু করবেন তিনি।


Koushik Dutta

সম্পর্কিত খবর