ইজরায়েলে মসজিদে নামাজরত মুসলিমদের উপর পুলিশে হামলা, আহত দুই শতাধিক! দেখুন ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েলের পুলিশ জেরুসালেমের পূর্ব প্রান্তে অবস্থিত আল-আকসা মসজিদে নামাজরত মুসলিমদের উপর হামলা করে। এই হামলায় ২০৫ জন আহত হয়। আহতদের মধ্যে অধিকতর ফিলিস্তিনি বাসিন্দা। বলে দিই, জেরুসালেম নিয়ে বিগত এক সপ্তাহ ধরে ইজরায়েল আর ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ চলছে। শুক্রবার রমজান মাসের শেষ জুম্মা ছিল, আর সেই কারণে মুসলিমরা আল-আকসা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়ছিল।

https://twitter.com/Gazapres/status/1390726807402524673

মসজিদে ইজরায়েলের বিরুদ্ধে স্লোগান ওঠে আর ফিলিস্তিনিরা অভিযোগ করে বলে যে, ইজরায়েলের ইহুদিরা মুসলিমদের বাড়ি থেকে বের করে সেখানে কবজা করে নেয়। মসজিদে নামাজ পড়ার পস সবাই মিলে ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর ইজায়েলের সেনা জল কামান, কাঁদানে গ্যাস আর রাবার বুলেটস ফায়ার করে। এই ঘটনায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়, আর কয়েকজন ইজরায়েলের পুলিশও আহত হন।

https://twitter.com/SaadAbedine/status/1390726969923362826

এই ঘটনার পর আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বলে, জেরুজালেমের হিংসা নিয়ে তাঁরা চিন্তিত। উত্তেজনা কমাতে দুই পক্ষকেই উচিৎ পদক্ষেপ নেওয়ার আবেদন করে তাঁরা। আমেরিকা বলে, রমজানের শেষ সপ্তাহে এরকম হিংসা ঠিক না আর ফিলিস্তিনের আক্রান্ত পরিবারদের জন্য তাঁরা চিন্তিত।

Koushik Dutta

সম্পর্কিত খবর