শ্বশুরবাড়ি মানেই ‘হাজত” নয়, নববধূকে স্বাগত জানানোর ভাইরাল ভিডিও দেখে খুশি সবাই

বাংলাহান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় অনেকবার অনেক মজাদার ভিডিও ভাইরাল হয়ে থাকে। পশু-পাখি থেকে শুরু করে জন্তু-জানোয়ার আর মানুষদের মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখে আপনার মন খুশিতে ভরে যাবে।

সবার জীবনে বিয়ে এমনই একটা মুহূর্ত, যেটা সবসময় স্মরণীয় রাখতে চায়। বর আর কনেপক্ষ এই বিশেষ অবসরকে স্মরণীয় বানানোর জন্য সবরকম প্রচেষ্টা করে থাকে। সোশ্যাল মিডিয়ায় এবার এমনই এক ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওতে কনে যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, তখন তাঁকে অভূতপূর্ব ভাবে স্বাগত জানানো হয়। তাঁকে স্বাগত জানানোর জন্য অবিস্মরণীয় বাজিও ফাটানো হয়।

ভিডিওটি এখন পর্যন্ত ২ লক্ষের উপরে মানুষ দেখেছে। প্রায় সাড়ে তিন হাজার মানুষ ভিডিওটি লাইক করেছেন। আর প্রায় দুই হাজার মানুষ রিটুইট করেছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রতিটি মেয়ের কাছে স্বপ্নের এন্ট্রি”। ভিডিওতে অনেকেই নিজের মতো করে কমেন্ট করেছে। সবাই বরপক্ষের প্রশংসা করছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দুরন্ত গতিতে ভাইরাল হচ্ছে।

https://twitter.com/gostudyiqraa/status/1390267459530338305

Koushik Dutta

সম্পর্কিত খবর