বাংলাহান্ট ডেস্কঃ ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। প্রতিদিনই নতুন করে চার লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। রোজই মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। এরমধ্যে সংক্রমণ রুখতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর তরফ থেকে কড়া নির্দেশিকাও জারি করা হচ্ছে। ইতিমধ্যে দেশের কয়েকটি রাজ্যে সম্পূর্ণ লকডাউনও ঘোষণা হয়েছে। এছাড়াও কয়েকটি রাজ্যে উইকেন্ড লকডাউন আর নাইট কার্ফু জারি আছে।
বাংলায় ইতিমধ্যে রেল, শপিং মল, রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল, কলেজও বন্ধ। তবে সংক্রমণ কমার নামই নিচ্ছে না। আর এরই মধ্যে ভারতের গ্রামীণ এলাকাগুলোর জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। রবিবার করোনার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার পর ২৫ টি রাজ্যের জন্য ৮ হাজার ৯২৩ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার। এই টাকা করোনা বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যয় করবে গ্রাম পঞ্চায়েতগুলো।
২০২০-র ১৫ জুন এই টাকা প্রদানের জন্য সুপারিশ করা হয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই সুপারিশ মেনে এই তহবিল বরাদ্দ করল কেন্দ্র সরকার।