ভারতের বিপদের দিনে মহার্ঘ অক্সিজেন পাঠিয়ে বন্ধুতার হাত বাড়ালো দক্ষিণ কোরিয়া

বাংলা হান্ট ডেস্কঃ করোনা আতঙ্কে রীতিমতো কাবু গোটা দেশ। গত কয়েকদিন ধরে রোজ দিনই চার লক্ষ পার করছে সংক্রমণ। মৃতের সংখ্যাও রীতিমতো ভয়াবহ। একদিকে যেমন যথেষ্ট সমস্যা তৈরি হয়েছে স্বাস্থ্যব্যবস্থাকে কেন্দ্র করে। তেমনি অন্যদিকে জীবনদায়ী অক্সিজেনের সংকট পরিস্থিতিকে করে তুলেছে আরো বিপদজনক। করোনার দ্বিতীয় ঢেউয়ে যেভাবে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো তা নিয়ে উদ্বেগে রয়েছে গোটা দেশই। এমতাবস্থায় ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। অক্সিজেনের ঘাটতি পূরণে রীতিমতো এগিয়ে এসেছে নানা দেশ।

এবার সেই সৌজন্যেরই আরেকটি বড় নজির স্থাপন করল দক্ষিণ কোরিয়া। বিশেষ আন্তর্জাতিক বিমানে ভারতের সাহায্যার্থে প্রথম ধাপের অক্সিজেন পাঠালো তারা। ভারতের বিভিন্ন রাজ্যে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু হয়ে উঠেছে এক চেনা ঘটনা। এটি সাথে সাথে রয়েছে কালোবাজারি, ঘণ্টার পর ঘণ্টা লাইন দেওয়ার পরেও অক্সিজেন না মেলার মত নানান সমস্যা। যদিও ইতিমধ্যেই তৎপরতা অনেকটাই বাড়িয়েছে সরকার। দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট। কিন্তু জীবনদায়ী অক্সিজেনের চাহিদা মেটানো সহজ নয় এত বড় দেশে।

কয়েকদিন আগেপর্যন্ত রীতিমতো সমস্যা ছিল দেশের রাজধানী দিল্লিতেই। অক্সিজেনের অভাবে রোগীদের বেহাল দশা, অসহায় মৃত্যু রীতিমতো চিন্তা বাড়াচ্ছিল সরকারের। সেই যন্ত্রণা অন্তত কিছুটা লাঘব হবে দক্ষিণ কোরিয়ার এই এগিয়ে আসায়। সিওলে ভারতীয় দূতাবাসে প্রথম দফার অক্সিজেন পাঠিয়ে এই মুহূর্তে বন্ধু তার নজির করল তারা। ভারতের এই দুর্দিনে সাহায্যার্থে এগিয়ে এসেছে অন্যান্য দেশও।এর আগেই ভারতের সাহায্যার্থে এগিয়ে এসেছে আমেরিকা, সৌদি আরব, অস্ট্রেলিয়া, আরব আমিরশাহী, ফ্রান্স, রাশিয়া, জার্মানির মতো দেশ গুলি। এরই মধ্যে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন ভারতে পাঠিয়েছে সৌদি আরব। অক্সিজেন পাঠানোর কথা ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। এবার সেই তালিকাতেই নিজেদের নাম অন্তর্ভুক্ত করল দক্ষিণ কোরিয়াও। সারা পৃথিবীকে ভ্যাকসিন পাঠিয়ে করোনা মুক্তিতে সাহায্য করেছিল ভারত বর্ষ। এবার ভারতের দুর্দিনে তারই প্রতিদান রাখল বন্ধু দেশ গুলি।

Abhirup Das

সম্পর্কিত খবর