বাংলাহান্ট ডেস্কঃ গোটা বিশ্ব যখন করোনা মহামারীর প্রথম ঢেউয়ে কাবু ছিল। তখন ভারতেও করোনার ঢেউ আছড়ে পড়ে। করোনা প্রথম ঢেউয়ে গোটা বিশ্বে যেভাবে নিজের ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল করোনা, সেভাবে ভারতে দেখাতে পারেনি। ১৩৫ কোটির দেশে করোনার প্রথম ঢেউয়ে দৈনিক ১ লক্ষ আক্রান্তের সংখ্যাও পার করেনি ভারত। এটা ভারতের কাছে সবথেকে বড় উপলব্ধি ছিল। কারণ সেই মুহূর্তে ব্রিটেন, আমেরিকা, ইতালি, জার্মানির মতো উন্নত দেশে করোনার কারণে হাহাকার সৃষ্টি হয়েছিল। তবে ভারতেও সেই সময় খুবই খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
তবে করোনা প্রথম ধাক্কা ভারত সামলে নিলেও, দ্বিতীয় ধাক্কায় জেরবার হয়েছে। রোজই তিন লক্ষের উপরে মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃতের সংখ্যাও সমস্ত রেকর্ড ভেঙেছে। এমনকি দৈনিক ৪ লক্ষও আক্রান্ত হয়েছে ভারতে। আরেকদিকে, করোনার প্রথম ধাক্কায় গোটা বিশ্বের মতো ভারতেও ভ্যাকসিন তৈরি করার কাজ চলছিল। ভারত ভ্যাকসিন তৈরিতে সফলতাও অর্জনও করেছে।
গোটা দেশে টিকাকরণ অভিযানও চালিয়েছে সরকার। বিনামূল্যে সবাইকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতিও পালন করছে সরকার। তবে ভ্যাকসিন শুধু নিজেদের দেশের মানুষকেই না, বিশ্বের তাবড় তাবড় দেশকে রফতানি করেছে মোদী সরকার। আর এই নিয়ে কেন্দ্র বিরোধীদের নিশানায় পড়েছিল। সবাই দাবি, দেশে ভ্যাকসিন না দিয়ে বিদেশে কেন পাঠাল কেন্দ্র?
আর এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। তিনি ভিডিও বার্তার মাধ্যমে জানান যে কেন কেন্দ্র বিদেশে ভ্যাকসিন রফতানি করল। তবে তিনি জানিয়ে দিই যে, গোটা ভারতে এখনও পর্যন্ত ১৭.১ কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে আর ৩.৫৯ কোটি মানুষের ভ্যাক্সিনেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সম্বিত পাত্র জানান, ভারত বিদেশে ৬.৬৩ কোটি ভ্যাকসিন পাঠিয়েছে যার মধ্যে ১.৭ কোটি ভ্যাকসিন অনুদান হিসেবে পাঠানো হয়েছে আর বাকি ভ্যাকসিন সম্পর্ক মজবুত করার জন্য এবং অন্য দেশকে সহায়তা করার পলিসি অনুযায়ী পাঠানো হয়েছে। তিনি এও জানান যে, যেই ৫ কোটির উপরে ভ্যাকসিন বিদেশে পাঠানো হয়েছে সেটা পাঠাতেই হত। কেন্দ্র যেই সরকার থাকুক না কেন, এই ভ্যাকসিনের খেপ বিদেশে পাঠাতেই হত। ভিডিওতে বিস্তারির জানুন বিজেপির মুখপাত্র কি বলেছেন …