বাংলাহান্ট ডেস্ক: একজন তৃণমূলের সাংসদ অন্যজন সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। দুজনেই প্রায়শই ঘোরাফেরা করেন সংবাদ শিরোনামে। তাঁরা নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্ত (yash dasgupta)। গত বছরের শেষেই যাদের প্রেম গুঞ্জন শোরগোল তুলেছিল নেটদুনিয়ায়।
দল আলাদা হলেও এখনো দুজনের বন্ধুত্বে বিন্দুমাত্রও চিড় ধরেনি। বরং সময় মিলিয়ে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে ‘যশরত’ জুটিকে। শুধু তাই নয়, নববর্ষে দুজনের পোস্টেই দেখা গিয়েছিল একই ক্যাপশন। এবার ফের দুটি নতুন ছবি পোস্ট করেছেন যশ ও নুসরত।
পাহাড়ে ভ্যাকেশনের একটি পুরনো ছবি শেয়ার করেছেন অভিনেতা। সঙ্গে ফটোগ্রাফারের কৃতিত্ব দিয়েছেন নুসরতকে। ছবিতে দেখা যাচ্ছে খাদের ধারে একটি গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন যশ। অপরদিকে গিটার হাতে নিয়ে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন নুসরত। তিনিও ফটোগ্রাফার হিসাবে নাম দিয়েছেন যশের। তবে চুপিচুপি এই ট্যুরটা দুজন করলেন কবে তা জানাননি কেউই।
https://www.instagram.com/p/COw5o2jhPVn/?igshid=18fofszmfdqp2
গত বছরের শেষ থেকেই নুসরত নিখিলের সাংসারিক বিচ্ছেদ নিয়ে কানাঘুঁষো শোনা যাচ্ছিল। নুসরত নাকি যশ দাশগুপ্তর প্রেমে পড়েছেন। দুজনের কেউই সরাসরি একথা স্বীকার না করলেও হাবেভাবে বোঝা যাচ্ছিল অন্য কিছু। একত্রে রাজস্থান ট্রিপ, রিসর্টে সময় কাটানোর গুঞ্জন থেকে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া এবং নুসরতের ছবির প্রিমিয়ারে সবার সামনে দিয়েই অভিনেত্রীর পাশে হেঁটে যশের প্রবেশ, সবই নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছিল।
https://www.instagram.com/p/COw3jIbHCY4/?igshid=1kg5b5kf1mc60
কিছুদিন আগে নুসরত যশ দুজনের ইনস্টা স্টোরিতেই ছিল একই ডেসার্টের ছবি। এর আগেও নুসরতের পোস্টের ক্যাপশনে দেখা গিয়েছিল লুকোনো ইঙ্গিত। পেস্তা রঙের ট্রাউজার, ব্লেজার ও সাদা টপে ক্যামেরাবন্দি হয়েছিলেন নুসরত। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ভিলেন থাকলে হিরো থাকবেই। আর যদি দুজনই থাকে তবে ‘হিরোইন’ও থাকবে।’ এরপরেই ক্যামেরাম্যান হিসাবে ‘হিরো’ লিখেছেন নুসরত। সঙ্গে দুষ্টুমি ভরা স্মাইলি।
এখানেই শেষ নয়। সাংসদ অভিনেত্রীর স্টোরিতে উঁকি দিতে চোখে পড়ে আর বড় চমক। একই রকম দেখতে দুটি টুথব্রাশ নিয়ে ভিডিও করেন নুসরত। তবে এই অপর টুথব্রাশের মালিক কে তা জানাননি অভিনেত্রী। তেমনি তাঁর ‘হিরো’ ক্যামেরা ম্যানটির পরিচয়ও কায়দা করে এড়িয়ে গিয়েছেন নুসরত।