জলে ডুবছে বিধাননগরের আন্ডার পাস, ‘গরিবের ভেনিস” বলে কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়! রইল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গবার স্বস্তির বৃষ্টিতে ভেজে শহর কলকাতা। গরম কাটিয়ে অনেকটাই স্বস্তি এনে দেয় এই বৃষ্টি। তবে এই বৃষ্টিতে শহরের মানুষের ভোগান্তিও বেড়ে যায়। কারণ কোথাও গলা জল, কোথাও হাঁটু জল জমে মানুষের নতুন করে হয়রানি শুরু হয়। গতকালের বৃষ্টির পর সোশ্যাল মিডিয়ায় জলে জমে থাকা গাদা গাদা ছবি আর ভিডিও ছড়িয়ে পড়ে। আর সেই নিয়েই শুরু হয় দারুণ ট্রোল।

একটি ফেসবুক পেজে  একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায় একটি বাস প্রায় পুরোটাই ডুবে আছে আর চারিদিকে জল থই থই করছে। দাবি করা হয় যে, ভিডিওটি বিধাননগর আন্ডার পাসের। আর এরপরই সেই পোস্টে সবাই নিজের নিজের মতন করে মজাদার কমেন্ট করতে থাকেন। অনেকেই দাবি করেন যে ভিডিওটি পুরনো। আবার অনেকেই বলেন যে, ভিডিওটি গতকালেরই। তবে ভিডিওটি ঠিক কবেকার সেটা আমাদের পক্ষে যাচাই করা হয় নি।

ভিডিওতে অনেকেই রাজ্য সরকারকে দায়ী করে। আবার অনেকেই মজার ছলে বলেন এটা কলকাতার ভেনিস। আবার কিছু কিছু মানুষ দাবি করেন যে, জল জমার ভিডিও করা হয়েছে কিন্তু জল কত তাড়াতাড়ি নেমে যাচ্ছে সেটার ভিডিও করা হয় নি কেন? দেখে নিন সেই মজাদার ভিডিওটি … 

Koushik Dutta

সম্পর্কিত খবর