আবারো সেরার সেরা ‘মিঠাই’, মোদক পরিবারের জন‍্য সপ্তাহের সেরা চ‍্যানেল জি বাংলা

বাংলাহান্ট ডেস্ক: মিষ্টিপ্রেমী বাঙালির ‘মিঠাই’ (mithai) এর প্রতি ভালবাসা অব‍্যাহত। টানা কয়েক সপ্তাহ জুড়ে দর্শকদের বিচারে সেরার স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। উচ্ছে বাবু মিঠাইয়ের টক মিষ্টি প্রেম কাহিনি প্রতি সপ্তাহেই তুঙ্গে তুলছে টিআরপি।

এই সপ্তাহেও টিআরপি তালিকায় সবার উপরে স্থান পেয়েছে মিঠাই। ১০.৯ পয়েন্ট পেয়ে অন‍্যদের তুলনায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে এই সিরিয়াল। তবে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে একটু নম্বর কমেছে অপরাজিতা অপুর। ৯.০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে এই সিরিয়াল। ৯.৩ পেয়ে দ্বিতীয় হয়েছে কৃষ্ণকলি।

Mithai
চতুর্থ স্থানে একসঙ্গে রয়েছে যমুনা ঢাকি ও খড়কুটো। দুটো সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৭.৯। পঞ্চম স্থানে উঠে এসেছে করুণাময়ী রাণী রাসমণি। সপ্তাহের সেরা চ‍্যানেলের তকমাও পেয়েছে জি বাংলা।

প্রসঙ্গত, এই মুহূর্তে মিঠাই সিরিয়ালে দেখানো হচ্ছে আদিত‍্য আগরওয়ালের প্ররোচনায় না ভেবে চিন্তে বিয়ের দিনই লন্ডন যাওয়ার জন‍্য পালিয়ে গিয়েছে নীপা। এই ঘটনা জানাজানি হতে রাতুলের মা ঘোষনা করেছেন ছেলের সঙ্গে নীপার বিয়ে আর দেবেন না। তিনিই শ্রীকে অনুরোধ করেন দুই বাড়ির সম্মান বাঁচাতে রাতুলকে বিয়ে করতে।

বাড়ির সবার কথা ভেবে শ্রীতমাও বাধ‍্য হয় বিয়েতে রাজি হতে। বিয়ে মিটতে না মিটতেই তোর্সার মা জানান সোমবারেই সিড মিঠাইয়ের ডিভোর্স। সিড কি এবার মিঠাইয়ের গুরুত্ব বুঝে ডিভোর্স আটকাবে সেটাই দেখার।

Niranjana Nag

সম্পর্কিত খবর