বাংলাহান্ট ডেস্কঃ ভারতে যখন করোনা ভাইরাস দাপাদাপি করে বেরাচ্ছে। রোজই হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই মারণ ভাইরার। তখন সেই ভাইরাসের হয়েই ব্যাট ধরলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তিনি বলেন, ‘মানুষের মতই করোনাও একটি প্রাণী। ওঁরও বাঁচার অধিকার আছে।” দেরাদুনে একটি সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করে বসেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
ত্রিবেন্দ্র সিং রাওয়াত ওই সাংবাদিক বৈঠকে বলেন, ‘মানুষের মতই করোনারও প্রাণ আছে। আমাদের মতো ওঁরাও বাঁচতে চায়। কিন্তু আমরা ওঁর পিছনে পড়ে রয়েছি। আর এই কারণেই করোনা বারবার রূপ বদলাচ্ছে। মানুষের মতই করোনারও বাঁচার অধিকার আছে।” ত্রিবেন্দ্র সিং রাওয়াত আরও বলেন, ‘মানুষের হাত থেকে নিজেদের রক্ষা করার স্বার্থেই করোনা বহুরূপী হয়ে গিয়েছে।”
ভারতে যখন দৈনিক সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছেন, রোজই মৃতের সংখ্যা নতুন নতুন রেকর্ড ভাঙছে। গঙ্গায় শয়ে শয়ে লাশ বয়ে যাচ্ছে, তখন ত্রিবেন্দ্র সিংয়ের এই মন্তব্য শুধু হাস্যকরই না, ভারতের মানুষের মনোবল ভাঙার জন্যও যথেষ্ট। কদিন আগেই ওনাকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে নতুন মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। আর এখন উনি এরকম বয়ান দিয়ে শিরোনামে উঠে আসছেন।