অপ্সরা রানিকে ঠোঁটঠাসা চুমু, বলিউডে গিয়ে সমকামী হয়ে গেলেন ‘চরিত্রহীন’ খ‍্যাত নয়না!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সমকামী হয়ে গিয়েছেন নয়না গঙ্গোপাধ‍্যায় (naina ganguly)। অভিনেত্রী অপ্সরা রানির (apsara rani) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এমনি সব গুঞ্জনে তোলপাড় নেটদুনিয়া। আর এই গুঞ্জনে শিলমোহর দিয়েছেন খোদ নয়না। তিনি নিজেই স্বীকার করেছেন এই খবরের সত‍্যতা।

দাঁড়ান দাঁড়ান, একটা টুইস্ট রয়েছে এই খবরে। সমকামী নয়না হয়েছেন বটে। তবে নিজের ইচ্ছায় নয়, বরং পরিচালক রাম গোপাল বর্মার নির্দেশে। ঠিক ধরেছেন, গোটা ব‍্যাপারটাই ঘটেছে ক‍্যামেরার ওপারে। আসলে অতি সম্প্রতি মুক্তি পেয়েছে রামগোপাল ভার্মার আগামী ছবি ‘ডেঞ্জারাস’ এর ট্রেলার।

ছবিতে মুখ‍্য ভূমিকায় রয়েছেন নয়না গঙ্গোপাধ‍্যায় ও অপ্সরা রানি। তাঁরা দুজন সমকামী। পুরুষের থেকে পাওয়া আঘাত দুজন মেয়েকে কতটা বিপদজনক করে তুলতে পারে সেটাই দেখানো হবে এই ছবিতে। পরিচালক নিজেই সে কথাই জানিয়েছেন টুইটে। সেই সঙ্গে জানিয়েছেন, এটাই দেশের প্রথম সমকামী ছবি।

রামগোপালের অন‍্যান‍্য ছবির মতোই এই ছবিরও পরতে পরতে খুল্লমখুল্লা যৌনতা ও অন্ধকার দুনিয়ার ঝলক। আর সাহসী দৃশ‍্যগুলিতে যথেষ্ট সাবলীল অভিনয় করেছেন নয়না। অবশ‍্য তাঁর কাছে এটা প্রথম না। এর আগে হইচই এর চরিত্রহীন ওয়েব সিরিজেও একের পর এক অন্তরঙ্গ দৃশ‍্যে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন নয়না।

কিন্তু ছবির দৃশ‍্যগুলি কি ওয়েব সিরিজকেও হার মানাবে? উত্তরে অভিনেত্রী জানান, এভাবে তুলনা করা সম্ভব নয়। তবে নিজের চরিত্রটা নিখুঁত করার জন‍্য যতদূর সম্ভব করেছেন তিনি। অপ্সরাকে ভেজা চুমু থেকে চরম ঘনিষ্ঠ দৃশ‍্যে অভিনয় সবটাই করেছেন।

 

আর এসব দেখেই সকলের বদ্ধমূল ধারনা হয়েছে নয়না আসলেই সমকামী। সেই কারণেই অপ্সরার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ‍্যগুলিতে এত সহজ ভাবে অভিনয় করছেন। নয়না জানান, এক একবার তাঁর অভিনয় দেখে পরিচালক রামগোপাল ভার্মা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন।

X