বাংলাহান্ট ডেস্কঃ ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দৈনিক আক্রান্তদের সংখ্যাকে পিছিয়ে ফেলছে। এখনও পর্যন্ত ২ কোটির বেশি মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় শুক্রবার জানিয়েছে যে, বিগত চারদিনে তৃতীয়বার করোনায় নতুন করে আক্রান্তদের থেকে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা অনেক বেশি।
স্বাস্থ্য মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৩১ কোটির বেশি মানুষের করোনার পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার কিছুটা বেড়ে ৭.২৭ শতাংশ হয়েছে। যদিও দৈনিক সংক্রমণের সংখ্যা কিছুটা কমেছে আর সেটা কমে আপাতত ২০.০৮ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে যে, দেশে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪ হাজার ৮৯৩। দেশে করোনায় মৃত্যুর হার ১.০৯ শতাংশ।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬ করোনা রোগী সুস্থ হয়েছেন। করোনাকে হারিয়ে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৯ হাজার ৫৯৯। মন্ত্রালয় জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার ৭১.১৬ শতাংশ রোগী ১০ রাজ্যের। দেশে গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ টি নতুন মামলা সামনে এসেছে। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৪২ হাজার ৫৮২ টি মামলা সামনে এসেছে। এরপর কেরলে ৩৯ হাজার ৯৫৫ আর কর্ণাটকে ৩৫ হাজার ২৯৭ টি নতুন মামলা সামনে এসেছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা