এই লকডাউনে কি বন্ধ আর কি খোলা, রইল তালিকা

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে হুহু করে বেড়ে চলা করোনা প্রকোপ রুখতে কড়া হল সরকার। এবার আংশিক লকডাউনের পথে হাঁটল বাংলা। রবিবার সকাল ৬ টা থেকে আগামী ৩০ মে সন্ধে ৬ টা পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। এই আংশিক লকডাউনে বাস, মেট্রো সমস্ত কিছু বন্ধ থাকবে। লোকাল ট্রেন আগেই বন্ধ করা হয়েছে। ফেরি, অটো পরিষেবাও বন্ধ থাকবে এই লকডাউনে।

corona lockdown
File pic

শনিবার দুপুরে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই কড়া নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ দিন সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুল, কলেজ, অফিস, কারখানা বন্ধ থাকবে। এছাড়াও রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত রাজ্যে সর্বত্র নাইট কারফিউ জারি থাকবে। এছাড়াও খুচরো দোকান, ফল-মুদিখানা-সবজি-দুধ এবং মাংসের দোকান সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

alapan

এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী লোকাল ট্রেন, শপিং মল, সুইমিং পুল, রেস্তোরাঁ, সিনেমা হল এবং পার্লার বন্ধ থাকবে। এমার্জেন্সি ছাড়া বাইরে বের হওয়া নিষেধ। রাজ্যে সমস্ত ধর্মীয় আর রাজনৈতিক সভা এবং সমাবেশ নিষিদ্ধ। আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, এ ধরণের সভা সমাবেশ থেকেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেড়ে যায়। আর সেই কারণেই এ ধরণের জমায়েত সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।


Koushik Dutta

সম্পর্কিত খবর