রাতভোর সংঘর্ষের জেরে উত্তেজনা ভাটপাড়ায়, বোমার আঘাতে জখম এক

বাংলাহান্ট ডেস্কঃ ফলাফল প্রকাশের পর বেশকিছু দিন হয়ে গেলেও অশান্তি আগুন কিছুতেই থামছে না ভাটপাড়ায় (bhatpara)। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের এলাকায় ৭ টির মধ্যে ৫ টিতেই বিজেপির হারের পর থেকেই এই সংঘর্ষ আরও জোরালো আকার ধারণ করেছে বলে স্থানীয় সূত্র খবর। শনিবার রাতের বোমাবাজির পর রবিবার সকালেও উত্তেজনার আঁচ ছড়িয়ে রয়েছে গোটা এলাকা জুড়েই।

একদিকে রবিবার থেকেই করোনা আবহে রাজ্য সরকার ১৫ দিনের জন্য লকডাউন জারি করেছে, আর অন্যদিকে লকডাউনের আগের রাতেই আবারও উত্তেজনা ছড়াল ভাটপাড়ার বারুইপাড়া এলাকায়। রাতভোর বোমাবাজিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকার সর্বত্রই। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে আতঙ্কে ঘুম ছুটেছে বাসিন্দারে। গোটা এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে থমথমে পরিবেশ।

1606616331 5fc3050b91075 bhatpara

জানা গিয়েছে, গতকাল রাতের সংঘর্ষের জেরে বছর ২৪-র জাভেদ খান নামে এক স্থানীয় যুবক বোমার আঘাতে গুরুতর জখম হন। এছাড়াও আহত হয়েছেন বেশকিছু বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে জগদ্দল, নৈহাটি, নোয়াপাড়া এবং ভাটপাড়া থেকে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। র‍্যাফ এবং কমব্যাট ফোর্সও নামাতে হয়।

এবিষয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, ‘কেন্দ্র সরকার আইন দেখিয়েও কিছু করে উঠতে পারছেন না। এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জেরেই এই সংঘর্ষ হয়েছে’।

স্থানীয়রা জানিয়েছেন, পরিকল্পিত ভাবেই এখানে হামলা করা হয়েছে। পরপর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে স্থানীয় দুটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে আগুন নেভাতে দমকলের দুটি ইঞ্জিনও আসে। গোটা আতঙ্কে কাটায় এলাকাবাসী। শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Smita Hari

সম্পর্কিত খবর