ভারত বাদে ২৫টি দেশকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু, টুইটারে হা হুতাশ ভারতীয়দের

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্যালেস্তাইনের চঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরাইলকে সমর্থন করার জন্য বিভিন্ন দেশকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু তিনি নিজের টুইটে ভারতের নাম উল্লেখ করেন নি, আর এই কারণেই ভারতের ইজরায়েলের সমর্থকরা হতাশ হয়েছে। ইজরায়েলের প্রবল সমর্থক বলে দাবি করা একদল ভারতীয় এই সংঘর্ষ শুরুর পর থেকেই #IndiaStandWithIsrael লিখে সোশ্যাল মিডিয়ায় অভিযান চালিয়ে যাচ্ছেন।

https://twitter.com/netanyahu/status/1393691936192712707

তবে নেতানিয়াহুর টুইটটিতে যেভাবে ভারতকে উপেক্ষা করা হয়েছে, তাতে ভারতে বসে থাকা ইজরায়েলের সমর্থকরা হতাশ হয়েছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী আজ টুইট করে যেই দেশগুলি ইজরায়েলকে সমর্থন করেছে, তাঁদের পতাকা নিয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তালিকায় ২৫টি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এবং ব্রাজিলের মতো দেশগুলোর নাম থাকলেও ছিল না ভারতের নাম।

https://twitter.com/aliaikdoteen/status/1393711344919134211

নেতানিয়াহুর টুইটে ভারতের নাম এবং পতাকা খুঁজে না পেয়ে ভারতীয়রা নেতানিয়াহুকে ভারতের কথা স্মরণ করিয়ে দেয়। ভারতীয়রা ইজরায়েলের পক্ষে যে সমর্থন দেখিয়েছে, সেই কথা নেতানিয়াহুকে অবগত করায়। এমনকি অনেকেই ইজরায়েলের প্রধানমন্ত্রীকে এই তালিকায় ভারতের নাম উল্লেখ করার আহ্বান জানিয়েছেন।

https://twitter.com/Deepika9815/status/1393693084395966466

https://twitter.com/Anjali_173/status/1393847975458185225

আবার কেউ এডিট করে ভারতের পতাকাও লাগিয়ে দিয়েছেন।

https://twitter.com/Mahadevaprasadv/status/1393847086349643781

https://twitter.com/akashth96559016/status/1393855271978487815

Koushik Dutta

সম্পর্কিত খবর