সুখবরঃ আজই বাজারে আসছে করোনার রামবান ওষুধ DRDO-র ‘2 DG’

বাংলাহান্ট ডেস্কঃ করোনা যুদ্ধে নানান সময়ে নানারকম প্রয়োজনীয় সরঞ্জাম যোগান দেওয়ার পর এবার ওষুধ প্রস্তুতে সফলতা অর্জন করল DRDO। আজই বাজারে আসছে DRDO এর তৈরি করোনার ওষুধ অ্যান্টি কোভিড১৯ ড্রাগ 2DG। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ওষুধ প্রকাশ করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সীমান্ত এলাকায় যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে করোনা আবহ- নানা সময়ে দেশের পাশে দাঁড়িয়েছে DRDO। এমনকি সংকটের দিনে করোনা ভাইরাসের থেকে রোগীদের সুস্থ রাখতে এই ওষুধও প্রস্তুত করল এই সংস্থা। আর তাতে সাফল্যও মিলল। করোনা যুদ্ধে কিছুটা হলেও আশার আলো দেখাল এই ওষুধ।

Corona 47

টু ডিজি (2-DG) বা টু ডিঅক্সি ডিগ্লুকোজ, ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) যৌথ উদ্যোগে প্রস্তুত করা হয়েছে এই ওষুধ। ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের পরই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI) এই ওষুধটিকে ছাড়পত্র দিয়েছে।

এই ওষুধের বিষয়ে DRDO-এর আধিকারিকরা জানিয়েছেন, ‘এই ওষুধ DRDO-এর বিজ্ঞানীরা তৈরি করেছেন। আগামী দিনে এই ওষুধ আরও বেশি সংখ্যায় যোগান দিতে তাঁরা অবিরাম কাজ করে চলেছেন। আশা করছি করোনা যুদ্ধে এই ওষুধ গেম চেঞ্জার হিসাবে কাজ করবে’।

জানা গিয়েছে, এই ওষুধটি অনেকটা গ্লুকোজের মতো পাউডার হিসেবে পাওয়া যাবে, যা জলে গুলে খেতে হবে। ইতিমধ্যেই এই ওষুধের ১০ হাজার ডোজ তৈরি করতে সক্ষম হয়েছেন DRDO-এর বিজ্ঞানীরা। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ওষুধের প্রথম ব্যাচ প্রকাশ করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


Smita Hari

সম্পর্কিত খবর