ঘাটালের পাশে দেব, করোনা আক্রান্তদের বিনামূল‍্যে অন্নসংস্থানের দায়িত্ব নিলেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: নিজের সংসদীয় কেন্দ্র ঘাটালের (ghatal) জন‍্যও এবার সহায়তার হাত বাড়িয়ে দিলেন তৃণমূল (tmc) সাংসদ দেব (dev)। করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে তাঁর প্রতিনিধিরা। এমনকি হাসপাতালে ভর্তি করোনা রোগীদের পরিবার পরিজনদেরও অন্ন সংস্থানের দায়িত্ব নিলেন অভিনেতা।

রবিবার নিজের টুইটার হ‍্যান্ডেলে এই উদ‍্যোগের কথা ঘোষনা করেন দেব। টুইটে লেখা, ‘ঘাটাল অন্তর্গত এলাকায় যাঁরা করোনা আক্রান্ত, তাঁদের নির্দিষ্ট বাসস্থানে খাদ্য সরবরাহ করা হবে।
খাদ‍্য গ্রহণকারী ইচ্ছুক ব‍্যক্তিরা সত্ত্বর যোগাযোগ করুন।’ সঙ্গে চারটি ফোন নম্বরও দিয়ে দিয়েছেন দেব। এই নম্বরে ফোন করে জানালেই বাড়িতে পৌঁছে যাবে খাবার। তবে এই পরিষেবার জন‍্য সংশ্লিষ্ট ব‍্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট বাধ‍্যতামূলক।

dev 1
এর আগে কলকাতায় করোনা আক্রান্তদের জন‍্য খাবারের ব‍্যবস্থা করে তাদের পাশে দাঁড়িয়েছিলেন দেব। দক্ষিণ কলকাতায় নিজের রেস্তোরাঁ টলি টেলস ও সর্দারনি পরমজিৎ কউর মেডিক‍্যাল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়ে করোনা আক্রান্তদের কাছে খাবার পৌঁছে দেওয়ার শপথ নিয়েছেন তিনি। নিজের রেস্তোরাঁর সামনে থেকে খাবারের প‍্যাকেট দিচ্ছেন তিনি। লকডাউনেও তাঁদের পরিষেবা জারি থাকবে বলে জানিয়েছেন দেব।

https://www.instagram.com/p/CO7i0YXjZPH/?igshid=x4fwr26rp3d2

শুধু তাই নয়, ছোট্ট তিতলির কাতর আবেদনে সাড়া দিয়ে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তিতলির অসুস্থ শয‍্যাশায়ী বাবার চিকিৎসা ও তাদের খাবারের দায়িত্ব নিয়েছেন দেব।
হুগলির চুঁচুড়ার অন্তর বাগনের বাসিন্দা ছোট্ট তিতলি। অসুস্থ হয়ে শয‍্যাশায়ী তার বাবা।

আর্থিক অনটনে বাবার ওষুধ, খাবার, নিত‍্যপ্রয়োজনীয় জিনিস কোনোকিছুই কেনার ক্ষমতা নেই তার। তাই সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে সাহায‍্য চেয়েছে তিতলি। যদি কোনো সহৃদয় ব‍্যক্তি তাকে সাহায‍্য করেন। নীলঞ্জিৎ নামে এক ব‍্যক্তি সোশ‍্যাল মিডিয়ায় তিতলির ভিডিওটি শেয়ার করেন। তিতলিকে বলতে শোনা যায়, “বাবা ছাড়া আমার আর কেউ নেই। বাবার কিছু হলে আমি অনাথ হয়ে যাব”। তিতলির এই কাতর আবেদন পৌঁছেছিল দেবের কাছে। সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে তিনি বলেছেন, তাঁর টিম ইতিমধ‍্যেই যোগাযোগ করেছে ওই পরিবারের সঙ্গে। দেব অনুরাগীদের বক্তব‍্য, অভিনেতা ‘বাংলার সোনু সূদ’।

Niranjana Nag

সম্পর্কিত খবর