সিবিআই দফতরে AC লাগিয়ে দেওয়ার অফার মুখ্যমন্ত্রীর, প্রলোভন না অন্যকিছু- ধন্দে সবাই

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার রাজ্যের চার বর্তমান এবং প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতার করতেই, নিজাম প্যালেসে (nizam palace) ছোটেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। সেখানে গিয়ে ঠায় বসে থাকেন টানা ছয় ঘন্টা। একদিকে যখন নিজাম প্যালেসের বাইরে উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন, তখন ভেতরে কিছুক্ষণ সিবিআই-এর দফতরটা ঘুরে দেখলেন মমতা ব্যানার্জি।

সময় যত বাড়তে থাকে, উত্তেজনার পারদ ক্রমশই ঠাণ্ডার দিকে এগোতে থাকে। এইভাবে চলতে চলতে একটা সময় বসে না থেকে গোটা নিজাম প্যালেস ঘুরে দেখতে শুরু করেন মমতা ব্যানার্জি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন দফতরের ভেতরে কোথায় কি রয়েছে, আর কি নেই।

এভাবে দেখতে গিয়ে হঠাৎই মুখ্যমন্ত্রীর চোখে পড়ে সেখানে নেই এসি, নেই ক্যান্টিনও। তিনি বলে ওঠেন, ‘এতগুলো বাঙালি ছেলেমেয়ে কাজ করছে, এখানে এসি নেই কেন? কত গরম এখানে। আপনারা চাইলে, আমি এখানে এসি লাগিয়ে দিতে পারি। আপনার এতজন এখানে কাজ করেন, কিন্তু ক্যান্টিন নেই কেন?’

শুধু দফতর ঘুরে দেখেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জননেত্রী হওয়ার সুবাদে, মানুষের সঙ্গে মিশে যাওয়ার স্ট্রাটেজি কাজে লাগিয়ে সিবিআই-এর কয়েকজন আধিকারিকের সঙ্গে বেশ মন খুলেই কিছুক্ষণ কথা বলতেও শোনা গেল তাঁকে।

প্রসঙ্গত, সোমবার সকাল সকাল তৃণমূলের ২ মন্ত্রী ১ বিধায়ক এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করার পর নিজাম প্যালেসে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি তিনি এও বলেছিলেন যে, ‘আমাকেও গ্রেফতার করো। শেষ না দেখা পর্যন্ত আমি সিবিআই দফতর ছাড়ব না’।


Smita Hari

সম্পর্কিত খবর