কোভিড নিয়ে মুখ খুললেই দেশদ্রোহিতার মামলা, যোগীকে তোপ বিজেপি বিধায়কের

বাংলা হান্ট ডেস্কঃ রামরাজ্য উত্তরপ্রদেশে করোনার ছবিটা মোটেই ভালো নয়। এমনিতেই রোজের রোজ আক্রান্ত হচ্ছেন হাজারে হাজারে মানুষ। আর মৃত্যুর সংখ্যা! তার কোনও সঠিক হিসেব নেই বলে ইতিমধ্যেই যোগীর বিরুদ্ধে সরব হয়েছেন সমালোচকরা। গঙ্গা পরিণত হয়েছে প্রায় শবগারে। একদিকে যেমন গঙ্গা-যমুনার বুক দিয়ে ভেসে যাচ্ছে অগুনতি লাশ। তেমনি আবার, গঙ্গাতীরের গ্রামগুলিতে প্রায় দুই হাজারেরও বেশি কবর। বেশিরভাগ ক্ষেত্রেই প্রশাসনের কাছে নেই কোন রিপোর্ট। এমনকি মৃত্যুর সংখ্যা সঠিকভাবে অডিট হয়নি। এমতাবস্থায় রামরাজ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনায় মুখর হয়েছেন তার নিজের দলের বিধায়করাই।

বিধায়কের মন্তব্যে অস্বস্তি বাড়ল যোগীরঃ

এবার ফের একবার বিস্ফোরক মন্তব্য করে সরকারকে অস্বস্তিতে ফেললেন সিতাপুরের বিধায়ক রাকেশ রাঠোর। সিতাপুরের বেশ কিছু সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনার বিধানসভা এলাকায় রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, অথচ ব্যবস্থা নেই কোন ট্রমা কেয়ার সেন্টারের, হাসপাতালের বেড বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে না। এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাকেশ বলেন, “বিধায়কদের কথা বলার কি ক্ষমতা আছে? আমি বেশি কথা বললে দেশদ্রোহিতার মামলা ঠুকে দেওয়া হতে পারে। দেখুন আমরা সরকার নই। তবে মনে করুন সরকার যা করছে ঠিক করছে।” এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই অবশ্য এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি রাকেশ। তিনি বলেন, “আমি আমার মনের কথা বলেছি এর চেয়ে বেশি কিছু বলা উচিত হবে না।” তবে সিতাপুরের বিধায়কের এহেন মন্তব্যে যে অস্বস্তি বাড়লো বিজেপির তা বলাই বাহুল্য। অনেকেই প্রশ্ন করছেন, বিধায়কের মন্তব্য একটু এদিক ওদিক হলে যদি দেশদ্রোহিতার মামলা করা হয়। তাহলে সাধারন মানুষের কি অবস্থা যোগীর রামরাজ্যে?

এর আগেও সরকারের অস্বস্তি বাড়িয়েছেন রাঠোরঃ

করোনা আবহে সিতাপুরের বিধায়ক রাকেশ রাকেশ যে এই প্রথমবার যোগী সরকারের অস্বস্তি বাড়ালেন তা নয়। করোনার প্রথম ঢেউয়ের সময় ভাইরাল হয় তার একটি ফোনালাপ। যেখানে প্রধানমন্ত্রী মোদির থালা বাজানো এবং প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানকে কটাক্ষ করেন তিনি। অপর একটি ফোনালাপে উত্তরপ্রদেশের সত্যিই রামরাজ্য ফিরে এসেছে বলে সরকারকে ব্যঙ্গ করেছিলেন রাকেশ। তবে তার এই ‘দেশদ্রোহিতার মামলা সংক্রান্ত’ মন্তব্যটি যে রীতিমতো বিস্ফোরক নিয়ে কোন সন্দেহ নেই। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও কোভিডে যত মৃত্যু হচ্ছে ততটা সরকারের রিপোর্টে নেই বলে কটাক্ষ করেছিলেন সমালোচকরা। এমনকি তারা এও বলেছিলেন, মৃত্যুর সংখ্যা লুকানো হচ্ছে উত্তরপ্রদেশে। এবার রাকেশ রাঠোরের বক্তব্য তার কিছুটা মান্যতা পেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকমহল।

Abhirup Das

সম্পর্কিত খবর