করোনার দ্বিতীয় ঢেউয়ে কোন পরিস্থিতিতে মোদীর জনপ্রিয়তা, রইল সমীক্ষার ফল

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে গোটা দেশ জুড়ে দ্বিতীয় পর্যায়ের করোনা (covid-19) আতঙ্কে জর্জরিত ভারতবাসী। আর অন্যদিকে এরই মধ্যে এক সমীক্ষার রিপোর্ট পেশ করল এক ভারতীয় ও এক মার্কিন সংস্থা। তাঁদের দাবি, এই করোনাকালে জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi), যা শুনে এই বিপর্যয়ের মধ্যে আরও অস্বস্তিতে বিজেপি শিবির।

২০১৪ সালে প্রথমবার ভারতের মসনদে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ বছর পার করে, আবারও দেশবাসীর সমর্থনে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু মোদীর জামানায় দ্বিতীয় বছর শুরুর কিছু পর থেকেই নানা দিক থেকে নানা সমস্যা আসতে থাকে দেশের উপর। বর্তমান সময়ে ভারতের উপর কালো ছায়া পড়েছে করোনা ভাইরাসের, যা কাটিয়ে ওঠা দুর্বিষহ হয়ে পড়েছে।

vvccvv

এই পরিস্থিতিতে ভারতীয় সংস্থা ‘সিভোটার’ এক সমীক্ষা করে জানায়, গতবছর প্রধানমন্ত্রী মোদীর কর্মকান্ডে সন্তুষ্ট ছিলেন দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষ। কিন্তু বর্তমান সময়ে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩৭ শতাংশে। অন্যদিকে একই রিপোর্ট বলছে মার্কিন সংস্থা ‘মর্নিং কনসাল্ট’-র সমীক্ষাও। তাঁদের মতে, গত এপ্রিলে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা একধাক্কায় ২২ পয়েন্ট কমে গিয়ে দাঁড়িয়েছে ৬৩ শতাংশে। যা ২০১৯ সালের আগস্ট থেকে রাখা হিসাবের মধ্যে এই প্রথমবার এত পরিমাণ কমল।

1800x1200 basics what is a coronavirus video

এবিষয়ে সিভোটার’-র প্রতিষ্ঠাতা যশবন্ত দেশমুখ সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘বর্তমান সময়ে প্রধানমন্ত্রী মোদী তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন’। তবে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই প্রথম এত বিরাট সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গেলেও, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার পদে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই রয়েছেন।

Smita Hari

সম্পর্কিত খবর