‘চিরদিনের জন‍্য আমার’, আদরের চিকুর সঙ্গে গত লকডাউনের স্মৃতি স্মরণ করলেন মিমি

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিন ক‍্যানসারে ভোগার পর গত মাসে চির বিদায় নিয়ে চলে গিয়েছে মিমি চক্রবর্তীর (mimi chakraborty) সন্তানসম পোষ‍্য চিকু (chickoo)। বড় ছেলেকে হারিয়ে কার্যত শোকে বিহ্বল হয়ে পড়েছিলেন মিমি। এক মাস কেটে গেলেও এখনো চিকুকে ভুলতে পারেননি তিনি। কাজে ব‍্যস্ত থাকলেও এখনো তাঁর মন চলে যায় চিকুর কাছে।

গত বছর এই সময় লকডাউনে মিমির কাছেই ছিল চিকু। তাকে আদর করে, তার সঙ্গে খেলেই দিন কাটছিল মিমির। কিন্তু আজ সে না ফেরার দেশে। চিকুর কথা মনে করে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সাংসদ। ছবিতে দেখা যাচ্ছে চিকুকে সঙ্গে নিয়ে নিজের অ্যাপার্টমেন্টের ছাদে বসে রয়েছেন মিমি।

IMG 20210520 123419
ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘চিরদিনের জন‍্য আমার’। পোস্টে কমেট করেছেন অঙ্কুশ হাজরাও। মিমিকে সাবধানে থাকতে বলেছেন সবাই। ছবিতে ৬৩ হাজার লাইক পড়ে গিয়েছে ইতিমধ‍্যেই। অনেকে সান্ত্বনাও দিয়েছেন অভিনেত্রীকে।

https://www.instagram.com/p/CPEC2DDAo6Z/?utm_medium=copy_link

চিকুকে নিজের বড় ছেলে হিসাবে পরিচয় দিতেন তিনি। ল‍্যাব্রাডর চিকু ও ছোট ছেলে সাইবেরিয়ান হাস্কি ম‍্যাক্স এই দুজনকে নিয়েই ছিল মিমির সংসার। দুই ছেলে যেন নয়নের মণি ছিল মিমির।

কয়েক মাস আগে ভ‍্যাকেশন থেকে ফিরে তাই চিকুর ক‍্যানসার আক্রান্ত হওয়ার খবরে দিশাহারা হয়ে পড়েছিলেন মিমি। সোশ‍্যাল মিডিয়ায় ভাল পশু চিকিৎসকের জন‍্য অনুরাগীদের শরণাপন্ন হয়েছিলেন। খোঁজ মিলতেই আর দেরি করেননি। চিকুকে নিয়ে রওনা দিয়েছিলেন চেন্নাই। চিকিৎসায় চিকু ভাল সাড়া দিচ্ছিল বলেও জানিয়েছিলেন মিমি।

https://www.instagram.com/p/COBEnT-gulL/?utm_medium=copy_link

কিন্তু শেষমেষ হার মানতে হল তাঁকে। মিমিকে একলা করে দিয়ে তাঁর আদরের চিকু পাড়ি দিয়েছে না ফেরার দেশে। এখনো প্রিয়জনকে হারানোর শোক থেকে বেরোতে পারেননি মিমি। শুধু মাত্র চিকুর ছবি দিয়ে এই মর্মান্তিক সংবাদটা সবাইকে জানিয়েছেন মিমি। সব যন্ত্রণা কষ্ট থেকে দূরে চিকু যেন এবার একটু শান্তি পায় এই প্রার্থনাই করেছেন মনে প্রাণে।

https://www.instagram.com/p/CMwHxQ_AtlY/?utm_medium=copy_link

ব‍্যথাতুর হৃদয়ে সোশ‍্যাল মিডিয়ায় চিকুর মৃত‍্যুর খবর জানান মিমি। চিকুর একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন মিমি। সেই সঙ্গে তার কবরেরও একটি ছবি শেয়ার করেছেন তিনি। আবেগঘন বার্তায় মিমি লিখেছেন, ‘আমার একটা অংশ তোমার সঙ্গে নিয়ে তুমি চিরদিনের জন‍্য চলে গেলে। সব যন্ত্রণা থেকে দূরে তুমি শান্তিতে থাকো। মমি তোমাকে ভালবাসে।’


Niranjana Nag

সম্পর্কিত খবর