৩-৪ দিন হয়ে গেল ববি- সুব্রত দা কাজ করতে পারছেন না, আমাকেই খবর নিতে হচ্ছে ডেডবডি জমেছে কিনাঃ মমতা ব্যানার্জি

বাংলাহান্ট ডেস্কঃ বিষয়টি বিচারাধীন হওয়ায়, মন্তব্য না করার কথা দিয়েও প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। ফিরহাদ হাকিমের (firhad hakim) প্রশংসা করতে শোনা গেল তাঁর গলায়। মন্তব্য করলেন সুব্রত মুখোপাধ্যায়ের কাজের বিষয় নিয়েও।

সোমবার নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়দের গ্রেফতারের পর থেকে গোটা বাংলা জুড়ে নানা বিক্ষোভের সৃষ্টি হয়। এমনকি নিজাম প্যালেসেও হাজির হন মুখ্যমন্ত্রী। তবে এখনও এই মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের এই চার প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীরা।

mamata banerjee salil6 2

গ্রেফতার হওয়ার পর রাজ্যের মানুষের জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কান্না ভেজা গলায় তিনি বলেছিলেন, ‘জনপ্রিয় হওয়াটা কি অন্যায়? কলকাতার মানুষদেরকে বাঁচানোর সুযোগ দিল না আমাকে’।

যেহেতু কেসটা বিচারাধীন, তাই এবিষয়ে কোন মন্তব্য করবেন না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, ‘বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই এনিয়ে এখন কিছু বলব না। কোর্টের বিষয়ে কোন মন্তব্য করব না এখন। তবে বলব, রাজনৈতিক প্রতিহিংসার বশে ওদের সঙ্গে যা করছে, সে অন্যায়ের কোনও সীমা-পরিসীমা নেই’।

তিনি আরও বলেন, ‘ববি এবং ওদের ফুল টিম কোর্টের বাইরে রাজনীতিক ও প্রশাসক হিসেবে অনেক কাজ করে। জীবনের ঝুঁকি নিয়ে কোভিডশিল্ডের ট্রায়াল নেওয়া ছেলেটা, সুব্রতদা-সহ সবাইকে দিনের পর দিন আটকে রাখার সঠিক বিচার আমরা পাব। অনেকটা সময়ও কেটে গেল এর মধ্যে। ৩-৪ দিন হয়ে গেল, ববি কাজ করতে পারছে না। কাজ করতে পারছে না সুব্রত দাও। যার কারণে আমাকেই খবর নিতে হচ্ছে ডেডবডি জমেছে কিনা’।


Smita Hari

সম্পর্কিত খবর