মানসিক ভারসাম‍্য হারালেন? মানসিক হাসপাতালে হাজির নোবেল!

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক যেন থামতেই চাইছে না বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেলকে (noble) নিয়ে। কখনো নিজের গানের প্রচারের জন‍্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব‍্য আবার কখনো বাংলাদেশের রকস্টার জেমসকে নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব‍্য। এমনকি ওপার বাংলার নামী সাংবাদিককে ফোনে হুমকি দিতেও ছাড়েননি তিনি। বারে বারে।বিতর্কে জড়িয়েছেন নোবেল। সেই সঙ্গে সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।

এবার একটি ভিডিও শেয়ার করেছেন নোবেল যা দেখে গুঞ্জন ফের তুঙ্গে উঠেছে সোশ‍্যাল মিডিয়ায়। মানসিক হাসপাতাল থেকে ভিডিও করতে দেখা গিয়েছে গায়ককে। সম্প্রতি পাবনার এক নামী মানসিক হাসপাতালে হাজির হন নোবেল। ভিডিওতে দেখা যাচ্ছে গ্রিলের এপারে দাঁড়িয়ে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন রোগীর সঙ্গে উদাত্ত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গাইছেন তিনি।

FB IMG 1621096151897
মুখে কোনো মাস্ক নেই নোবেলের। তবে আশেপাশের লোকজনদের মুখে দেখা গিয়েছে মাস্ক। ভিডিওতে চোখে পড়েছে নোবেলের স্ত্রীকেও। কিন্তু হঠাৎ কী কারণে মানসিক হাসপাতালে যেতে হল নোবেলকে? তাঁর কি মানসিক অসুস্থতা দেখা দিয়েছে নাকি রয়েছে অন‍্য কোনো কারণ?

এমনি হাজার প্রশ্ন মনে উঁকি দিলেও উত্তর পাওয়া যায়নি কোনোটারই। সম্প্রতি বাংলাদেশের এক সাংবাদিককে হুমকি দেওয়ার অপরাধে ঢাকা পুলিসের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ডিভিশন ডেকে পাঠায় নোবেলকে। পুলিশি জেরার মানসিক চাপ কাটাতে চিকিৎসার জন‍্যই নোবেল হাসপাতালে গিয়েছিলেন বলেও মনে করছেন অনেকে। আবার অনেকের মতে, নেহাতই হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন তিনি।

https://www.facebook.com/1639109929518820/posts/3934618206634636/

এর আগে নিজের গান ‘তামাশা’র  প্রচারের জন‍্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে  নিয়ে কুরুচিকর মন্তব‍্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বাংলাদেশের গায়ক নোবেল‍। তাঁর মন্তব‍্য নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয় দুই বাংলায়।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর