শচীন, কোহলি, ধোনিকে আউট করে এবার ডিভিলিয়ার্সকে হুমকি দিলেন এই বোলার, বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে এবারের আইপিএল। আইপিএল বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রত্যেক ক্রিকেটারই ফিরে গিয়েছেন নিজের নিজের বাড়িতে। মাঝ পথে আইপিএল স্থগিত হয়ে গেলেও এবারের আইপিএল ভালোই কেটেছে আরসিবির বোলার হর্ষল প্যাটেলের। আরসিবির হয়ে সাত ম্যাচ 17 টি উইকেট নিয়ে বেগুনি টুপি নিজের দখলেই রেখেছিলেন হর্ষল প্যাটেল।

হর্ষল প্যাটেল শুধু বেশি সংখ্যক উইকেটই নেই নি। তার উইকেট শিকারের তালিকায় রয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের নাম। 2011 সালের আইপিএলে শচীন টেন্ডুলকারকে আউট করেছিলেন হর্ষল প্যাটেল। এছাড়াও বিরাট কোহলি আউট হয়েছেন হর্ষল প্যাটেলের বলে। প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও দুবার হর্ষল প্যাটেলের শিকার হয়েছেন।

বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের আউট করার পর এবার হর্ষল প্যাটেলের টার্গেট বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের উইকেট। কিন্তু বর্তমানে এবি ডিভিলিয়ার্স এবং হর্ষল প্যাটেল আইপিএলে একই দলের হয়ে খেলেন। তাই এটি তখনই সম্ভব হবে যখন দুজনের মধ্যে কেউ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বদলে অন্য দলের জার্সি গায়ে আইপিএল খেলবেন।

n281530760e159887893384aa00c099b0bc93e3695b799f58febacf19e98d77351dfb4ec19

এক সাক্ষাৎকারে হর্ষল প্যাটেল জানিয়েছেন, “জীবনে অনেকগুলো স্বপ্নের উইকেট পেয়েছি। বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির মত মহান ব্যাটসম্যানদের আউট করেছি। তবে আর একটা স্বপ্ন বাকি থেকে গেছে সেটি হল ডিভিলিয়ার্সের উইকেট। আশা করবো কোনদিন আরসিবির বিরুদ্ধে খেলতে হবে না। তবে একান্তই যদি খেলতে হয় তাহলে আমার টার্গেট থাকবে ডিভিলিয়ার্সের উইকেট।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর