ফোনে অশ্লীল মেসেজ, খুনের হুমকি, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী

বাংলাহান্ট ডেস্ক: সোনারপুরের তৃণমূল (tmc) বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্রকে (lovely moitra) দিনের পর দিন অশ্লীল মেসেজ ও ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি (bjp) কর্মী। সোনারপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন লাভলি। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই ব‍্যক্তিকে। শুক্রবার পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

সৌমেন ঘোষাল নামে ধৃত ওই ব‍্যক্তি এলাকায় বিজেপি কর্মী নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে অভিযোগ সোনারপুরের নব নির্বাচিত তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে অশ্লীল মেসেজ পাঠাতেন তিনি। এরপরে খুনের হুমকিও দেওয়া হয় ফোন করে। তারপরেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন লাভলি।

lovely

তৃণমূল বিধায়ক অভিযোগ করেন, প্রথমে তাঁকে ফোন করে উত‍্যক্ত করা হত। এরপর শুরু হয় অশ্লীল মেসেজ পাঠানো। তাতেও লাভলি পাত্তা না দেওয়ায় ফোন করে খুনের হুমকি দেওয়া হয়। তিনি আরো দাবি করেন মেসেজে বিজেপি জিন্দাবাদও লেখা ছিল। এরপর আর চুপ করে থাকেননি লাভলি। পুলিসে অভিযোগ দায়ের করতে অভিযুক্তের মোবাইল গতিবিধির উপর নজর রাখতে শুরু করে সাইবার সেল।

তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। তথ‍্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে ওই ব‍্যক্তির বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইলটি। তবে প্রশ্ন উঠছে লাভলি মৈত্রের ফোন নম্বর কীভাবে পেলেন ওই ব‍্যক্তি? তৃণমূলের কিছু মানুষ মনে করছেন সম্প্রতি বাম ঘেঁষা একটি ফেসবুক পেজের তরফে করোনা পরিস্থিতিতে মানুষকে সাহায‍্যের জন‍্য তারকাদের প্রার্থীদের ফোন নম্বর ভাইরাল করা হয়েছিল। সেখান থেকেই ওই যুবক লাভলির ফোন নম্বর পায় বলে বলে অনুমান।


Niranjana Nag

সম্পর্কিত খবর