করোনা যতই বাড়ুক ভারতেই হবে অনুর্দ্ব-১৭ মহিলা বিশ্বকাপ, দিনক্ষণ চূড়ান্ত করলো ফিফা

বাংলা হান্ট ডেস্কঃ 2020 সালে সারা বিশ্বের পাশাপাশি ভারতবর্ষে করোনার সংক্রমণ দেখা দিয়েছিল। সেই বছর ব্যাপক হারে করোনা সংক্রমণ দেখা দিয়েছিল ভারতে। তারপর কিছুটা স্বস্তি মিললেও 2021 সালে ফের করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা ভারতের। করোনার হাত থেকে দেশকে বাঁচাতে ফের লকডাউনের ঘোষণা করেছে ভারত সরকার।

করোনার ভয়ঙ্কর পরিস্থিতির কারণে পরপর দু’বছর আয়োজন করা সম্ভব হয়নি ফিফা অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ। তবে এবার ফিফার তরফ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে 2022 সালের অক্টোবর মাসে ভারতেই হবে ফিফা অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপ।

n281712708b8e983b9a554c074d7fb94d47c4d2d6ec94b42e34693362676fea32b295ec3ab

অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গন, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, নভি মুম্বাই ডি ওয়াই পাতিল স্টেডিয়াম, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম এবং আমেদাবাদের একা এরিনা স্টেডিয়াম। এই সমস্ত স্টেডিয়াম গুলিতেই হবে বিশ্বকাপের সবকটি ম্যাচ। সেই জন্য ইতিমধ্যেই এই স্টেডিয়াম গুলি পরিকাঠামো উন্নতি করতে শুরু করে দিয়েছে।

উল্লেখ্য, এর আগে 2017 ছেলেদের অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপ খুবই সফল হবে আয়োজন করেছিল ভারত। কফুটবলের প্রতি ভারতীয়দের আবেগ ও ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছিল ফিফা। আর সেই কারণেই ফিফার গুডবুকে ভারতের নাম উঠে গিয়েছে। আর তাই বারবার ভারতকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিচ্ছে ফিফা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর