বিজেপির সমর্থক হওয়ায় প্রকাশ্যে দুই যুবককে কান ধরে ওঠবোস করালেন বর্ধমানের তৃণমূল নেতা

বাংলাহান্ট ডেস্কঃ দুই বিজেপি (bjp) সমর্থককে কান ধরে ওঠবোস করিয়ে শাস্তি দিতে গিয়ে বিপাকে পড়লেন বর্ধমানের (bardhaman) এক তৃণমূল (tmc) নেতা অশোক মণ্ডল। সেই ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই, বিতর্কে জড়ালেন ওই তৃণমূল নেতা। যার কারণে এখন প্রবল অস্বস্তিতে শাসক শিবির।

কিছুদিন আগেই স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়। যেখানে দেখা যায়, স্থানীয় তৃণমূল নেতা অশোক মণ্ডল, দুই বিজেপি সমর্থককে ধমকাচ্ছেন। জোর করে রীতিমত হুঁশিয়ারি দিয়ে তাঁদের তৃণমূল করার কথাও বলছেন। ওই দুই যুবক তাঁর কাছে অনেক অনুনয় বিনয় করলেও, মন গলে না অশোক মণ্ডলের। এরপর তিনি তাঁদের জোর করে সবার সামনে কান ধরে ওঠবোসও করান।

tmc bjp fb 4

এই ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে যায় সর্বত্র। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয় এলাকাবাসীরা। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এঘটনা প্রসঙ্গে বর্ধমানের বিজেপির আহ্বায়ক কল্লোল নন্দন অভিযোগ করেন, ‘নির্যাতিত দুই যুবক সক্রিয় বিজেপি কর্মী না হলেও তাঁরা গেরুয়া শিবিরের সমর্থক। ওই দুই যুবককে তৃণমূলে যোগ দেবার জন্য যেভাবে প্রকাশে তাঁদের কান ধরে ওঠবোস করানো হয়েছে, তা অত্যন্ত অপমানজনক। এই ঘটনার তদন্তের আর্জি জানাব প্রশাসনের কাছে’।

অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অশোক মণ্ডল জানান, ‘এলাকার তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছিল ওই দুই যুবকের নামে। তাই তাঁদের শাস্তি দিতে কান ধরে ওঠবোস করানো হয়েছে’। তবে এই ঘটনায় তৃণমূল নেতার নাম উঠে আসায়, বেশ অস্বস্তিতে রয়েছে শাসক দল।


Smita Hari

সম্পর্কিত খবর