বাংলাহান্ট ডেস্কঃ বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas)। তার আগেই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ আধিকারিকরা। সেইসঙ্গে এই বৈঠকে থাকবেন টেলিকম, বিদ্যুত, যাত্রীবাহী বিমান পরিবহন ও ভূবিজ্ঞান মন্ত্রকের সচিবরাও।
আমফানের স্মৃতি মিলিয়ে যাওয়ার আগেই, একবছরের মধ্যেই বাংলার বুকে আবারও আছড়ে পড়তে চলেছে আরও এক বিধ্বংসী ঘূর্ণিঝড়। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, আমফানের থেকে কম শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়। তবুও কোনরকম খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। সবরকম মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হচ্ছে বিভিন্ন বিভাগকে। ছুটিও বাতিল করা হয়েছে জরুরী বিভিন্ন বিভাগের।
ইয়াশের আগমনের পূর্বে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকারও। জরুরী ভিত্তিতে একটি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ আধিকারিকরা, টেলিকম, বিদ্যুত, যাত্রীবাহী বিমান পরিবহন ও ভূবিজ্ঞান মন্ত্রকের সচিবরাও উপস্থিত থাকবেন এই বৈঠকে। ঘূর্ণিঝড় ইয়াশ মোকাবিলার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটাই আলোচনার প্রধান বিষয়।
জানিয়ে রাখি, সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তি বাড়াতে থাকবে ইয়াশ। এরপর ২৫ শে মে থেকেই দক্ষিণবঙ্গে প্রভাব পড়তে শুরু করবে ঘূর্ণিঝড় ইয়াসের। বাংলার বিস্তীর্ণ এলাকায় শুরু হবে বৃষ্টি, সঙ্গে বইবে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। তারপর ২৬ শে মে আছড়ে পড়বে বাংলার বিভিন্ন এলাকায়। ২৭ তারিখ বাড়বে এই বৃষ্টির পরিমাণ।