বাংলা হান্ট ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন, তবে শেষ রক্ষা হল না। চিরঘুমের দেশে চলে গেলেন বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক মইনুদ্দিন শামস (moinuddin shams)। রবিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠে তিনি বাড়িতেও যান। কিন্তু আচমকাই সকাল বেলায় ওনার মৃত্যু হয়। প্রাক্তন তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া বঙ্গ রাজনৈতিক মহলে।
৫৮ বছর বয়সী মইনুদ্দিন শামস ফলাফল ঘোষণার তিনদিন পর ৫ মে অসুস্থ হয়ে পড়েন। ওনার করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপর ওনাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার তিনি করোনাকে হারিয়ে বাড়ি ফেরেন। কিন্তু রবিবার সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে যে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওনার মৃত্যু হয়েছে।
একদা ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন মইনুদ্দিন শামস। ওনার বাবা কমুদ্দিন শামস বাম আমলে মন্ত্রী ছিলেন। পরে পরিবর্তনের হাওয়ায় পাল তুলে দিয়ে তিনি তৃণমূলে যোগ দেন। ২০১৬ সালে তৃণমূলের টিকিটে তিনি নলহাটি কেন্দ্র থেকে জয়ী হন। কিন্তু একুশের নির্বাচনে ওনাকে প্রার্থী করেনি ঘাসফুল শিবির। এরপর তিনি দলত্যাগ করেন। এমনকি তিনি আবারও ফরওয়ার্ড ব্লকে ফিরে যাওয়ার জন্য চিঠি লেখেন। কিন্তু ফরওয়ার্ড ব্লক ওনাকে আর দলে নেয়নি।
এরপর নলহাটি কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়েন মইনুদ্দিন শামস। কিন্তু ওনাকে পরাজয়ের মুখ দেখতে হয়। গণনার পর তিনি করোনায় আক্রান্ত হন। করোনাকে হারিয়ে সুস্থ হয়েও তিনি চিরঘুমের দেশে চলে যান।